প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোসহ একঝাঁক তারকা ফুটবলার। মূলত, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে ভারতের ক্লাবে বিপক্ষে খেলতে দেশটিতে সফর করবে আল নাসর।
চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে রোনালদোকে বাধ্য করতে পারবেন না আল নাসর কর্তৃপক্ষ। তবে তারকা এই ফুটবলার চাইলে ভারতের মাটিতে দেখা যেতে পারে তাকে।
দেশটির গণমাধ্যমের খবর, ভারতের মাটিতে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২ জন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে আল নাসর। সেখানে রোনালদোর নামের পাশাপাশি রয়েছে সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের মতো তারকাদের নামও।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর সূচি অনুযায়ী, ঘরের মাঠে এফসি গোয়া ১৭ সেপ্টেম্বর খেলবে আল জাওরার বিপক্ষে। ১ অক্টোবর তাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকল। ২২ অক্টোবর প্রতিপক্ষ রোনালদের আল নাসর। এই ম্যাচেই ভারতের মাটিতে দেখা যেতে পারে রোনালদোকে।
মন্তব্য করুন