জাতীয় দল, বয়সভিত্তিক দল ও ক্লাবে কাজ করলেও কোথাও থিতু হতে পারছেন না বিপ্লব ভট্টাচার্য্য। নতুন মৌসুম সামনে রেখে কাজের ব্যবস্থা হয়নি। এ কারণে হতাশায় ভেঙে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। হতাশার ঢেউ আছড়ে পরল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
‘যে স্বপ্ন নিয়ে গোলকিপার কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় কিছু সিন্ডিকেটের (মানুষের) জন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছি না। হয়তো এদের জন্যই এবং অসাধু মানুষের জন্য তা আর সম্ভব হবে না। হয়তো একটা অন্য কোনো পেশা নিয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হবে, হয়তো পরিবারের জন্য হলেও এই কঠিন সত্যিটাকে মেনে নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া ছাড়া আর কোন পথ সামনে দেখছি না’- ফেসবুক পোস্টে লিখেছেন বিপ্লব।
গেল মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপার কোচের দায়িত্ব পালন করেছেন বিপ্লব। দীর্ঘদিন জাতীয় দলে খেলা এ ফুটবলারকে নারী দলে অন্তর্ভুক্ত করার কথা শোনা যাচ্ছিল। তাতে নাকি দলের ভেতর থেকেই আপত্তি উঠেছে। আপত্তি জানিয়েছেন নারী ফুটবলাররা। অতীতে বিপ্লবকে কাছ থেকে দেখার কারণে নারী দল সংশ্লিষ্টদের মাঝে নেতিবাচক মনোভাব রয়েছে। এ কারণে বিপ্লবকে নিয়োগের পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে জাতীয় দল কর্তৃপক্ষ। ক্ষোভটা হয়তো সে কারণেই।
মন্তব্য করুন