রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। নিজের সপ্তম ব্যালন জয়ের রেকর্ডকে পিছনে ফেলে নিজেকেই অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ফুটবল মহাতারকা। ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই মহান কৃর্তি গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। এবার না পারলেও ভবিষ্যতে হলান্ড ও এমবাপ্পে ব্যালন ডি’অর পুরস্কার জিতবেন বলে মনে করেন মেসি।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেন মেসি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি আর্ঝেন্টাইন অধিনায়কের হাতে তুলে দেন সাবেক ইংলিশ ফুটবলার ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম।
২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যান মেসি। ব্যালন ডি’অর জয়ের পথে ট্রেবল জয়ী ম্যানসিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড এবং কাতার বিশ্বকাপের রানার্সআপ কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে অধিনায়ক। সিটিজেনদের হয়ে ২০২২/২৩ মৌসুমে ৫৩ গোল করেন নরওয়েজিয়ান গোলমেশিন।
অন্যদিকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। মেগা ফাইনালে নিজে হ্যাটট্রিকের পাশাপাশি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এমনকি ফরাসিদের ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন পিএসজি তারকা। পিএসজির হয়ে ২০২২/২৩ মৌসুমেও ৪১ গোল করেছিলেন এমবাপ্পে। জিতেছিলেন লিগ ওয়ানের শিরোপা।
হলান্ড ও এমবাপ্পের শিরোপা, গোল এবং ব্যক্তিগত অর্জনগুলোও থামাতে পারেনি মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়কে। মূলত বিশ্বকাপ জয়ই এই মর্যদাকর পুরস্কারটি জিততে সহায়তা করেছে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে ব্যালন ডি’অর জয়ের পর মেসি জানিয়েছেন, ভবিষ্যতে ব্যালন ডি’অর পুরস্কার জয়ের ক্ষেত্রে রাজত্ব করবে হলান্ড ও এমবাপ্পে।
মেসি বলেন, ‘হলান্ড বা এমবাপ্পেকে আমি কোনো ভাবেই ভুলে যেতে চাই না। তারা মৌসুমটা দুর্দান্ত ভাবে কাটিয়েছে। আগামী বছরগুলোতে তারা ব্যালন ডি’অর পুরস্কার জিতবে।’
মন্তব্য করুন