স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মারকানার ঘটনায় শাস্তি পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দুদলই

মারকানা সংঘর্ষে শাস্তির মুখে পড়তে যাচ্ছে দুই দলই। ছবি: সংগৃহীত
মারকানা সংঘর্ষে শাস্তির মুখে পড়তে যাচ্ছে দুই দলই। ছবি: সংগৃহীত

গত বুধবারের ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ঘিরে উত্তেজনা ছিল সারা বিশ্বের ফুটবল সমর্থকদের মধ্যেই। অনেক দিন পর এই দুই পরাশক্তির লড়াইয়ের তেজ শুধু দুই দলের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ছড়িয়ে পড়েছিল ম্যাচের ভেন্যু মারকানার গ্যালারিতেও। সমর্থকদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সেদিন সামরিক পুলিশের দর্শকদের ওপর লাঠিচার্জও করতে হয়েছে। সবমিলিয়ে মাঠের বাইরের বিষয় নিয়ন্ত্রণে এনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকো শুরু হতে বিলম্ব হয় প্রায় আধাঘণ্টা। ২২ নভেম্বরের এই ম্যাচ ঘিরে ঘটনা এখনও নিয়ন্ত্রণে আসেনি, যা ফিফার শৃঙ্খলা কমিটিকে বাধ্য করেছে কাজ শুরু করতে। আর আজ জানা গেল ম্যাচের শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই।

গত বুধবার (২২ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দেখা হয়েছিল দুই ছিল প্রতিদ্বন্দ্বীর। যেখানে ৬৯ বছরের বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে ঘরের মাঠে পরাজয়ের স্বাদ দেয় আর্জেন্টিনা। তবে এমন ফলের চেয়েও আলোচনার কেন্দ্র দখল করে রয়েছে ম্যাচের আগের সহিংস ঘটনা। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। তাদের থামাতে পুলিশকে লাঠিচার্জ শুরু করতে হয়, আর্জেন্টিনা সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে একপর্যায়ে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুরো অবস্থা স্বাভাবিক হলে তিনি আবার দল নিয়ে ফিরে আসেন।

বিষয়টি নিয়ে আগেই নিন্দা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় লিপ্ত দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’

এবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা নিশ্চিত করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি প্রক্রিয়া শুরু করেছে।’

তবে দুই দলের কার কি শাস্তি হতে পারে সেটি শৃঙ্খলাবিধিতে এখনও পরিষ্কার করে বলা নেই। এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তই মানা হবে। খেলার মধ্যে দর্শক এবং বিপক্ষ দলের নিরাপত্তা নিশ্চিত না করায় শাস্তি পেতে পারে ব্রাজিল। দর্শকদের উত্ত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় সাজা হতে পারে আর্জেন্টিনারও। দুই দলই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সীমিত কিংবা পুরোপুরি দর্শকশূন্য মাঠে করারও সাজা পেতে পারে।

কেবল দর্শকদের মাঝেই সেই বিবাদ সীমাবদ্ধ ছিল না, ম্যাচজুড়ে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলাররাও বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের জোয়েলিংটনকে লাল কার্ড দেখানো নিয়েও রয়েছে বিতর্ক। সেদিন ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা। টানা তিন হারে ব্রাজিলের অবস্থান ছয়ে। তারা ৬ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে, আরেকটি ম্যাচ হয়েছে ড্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X