পেশাদার ফুটবলারদের ক্লাব পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে থাকে তাদের এজেন্টরা। এবার সেই ফুটবল এজেন্টদের সঙ্গে আইনি লড়াইয়ে হেরে গেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইংল্যান্ডের লন্ডনে একটি সালিশি আদালতে হার মানে ফিফা। এ রায়ের ফলে ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় বেচা-কেনায় এজেন্টরা যে ফি ও কমিশন পান তার ওপর ফিফার কোনো নিয়ন্ত্রণ রইলো না।
বিভিন্ন দেশের লিগে ফুটবলারদের কেনা-বেচায় নিজেদের মতো করে ফি ও কমিশন নির্ধারণ করতেন এজেন্টরা। সেটিতে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছিল ফিফা। আর এই বিধি-নিষেধ গুলো গত অক্টোবর থেকে কার্যকরও হওয়ার কথা ছিল। তবে ফুটবল এজেন্টরা ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে। যেখানে জয়ী হয়েছে এজেন্টরা।
এজেন্টরা ফুটবলারদের ক্লাব পরিবর্তনে ট্রান্সফার ফি থেকে সর্বোচ্চ ১০ শতাংশ আয় করতে পারবেন বলে প্রস্তাবে জানিয়েছিল ফিফা। এ ছাড়া যেসব খেলোয়াড়ের বাৎসরিক বেতন দুই লাখ ডলারের বেশি, তাদের কাছ থেকে সর্বোচ্চ ৩ শতাংশ কমিশন নিতে পারবেন এজেন্টরা। যদি খেলোয়াড়ের বেতন যদি দুই লাখ ডলারের কম হয়, সেক্ষেত্রে এজেন্টরা ৫ শতাংশ কমিশন বাবদ আয় করতে পারবেন।
ফিফার এমন প্রস্তাবের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি দেশে আইনি লড়াইয়ে নামেন এজেন্টদের প্রতিষ্ঠান। আর গতকালই লন্ডনের একটি সালিশি আদালত এজেন্টদের পক্ষে রায় দিয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।
যুক্তরাস্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ফুটবল এজেন্টদের চারটি বড় এজেন্সি ফিফার এসব নিয়মের বিরুদ্ধে আপিল করেছিল। আর এজেন্টদের জন্য ফিফার নির্ধারিত নিয়ম গুলো যুক্তরাজ্যের খেলাধুলার আইন লঙ্ঘন করে। গত সেপ্টেম্বর মাসে লন্ডনের ‘আরবিট্রেশন ট্রাইব্যুনাল’ এ এজেন্টদের করা মামলার রায়ে হেরে গেছে ফিফা।
মন্তব্য করুন