মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে স্বাধীনতা কাপের ফাইনালে তুললেন মুজাফফর মুজাফফরভ।
গোপালগঞ্জে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানের মিডফিল্ডারের গোলে রহমতগঞ্জকে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০১৪ সালের পর আসরটির ফাইনালে উঠল সাদা-কালো জার্সিধারীরা।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমনে খেলা হয়। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরী করেছিল রহমতগঞ্জ— রাজন হাওলাদার বক্সের বাইরে থেকে শট নিলেও সহজেই গ্রিপে নেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ১৭ মিনিটে রাজন হাওলাদারের কার্ণার পাঞ্চ করে ফিরিয়েছেন মোহামেডান গোলরক্ষকই। ১৯ মিনিটে মোহামেডানের মিনহাজুর আবেদীন রাকিবের শট রহমতগঞ্জ গোলরক্ষক মো. রাকিবকে পরাস্ত করার জন্য যথেষ্ট ছিলনা।
৪০ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে মোহামেডান। আরিফ হোসেনের ক্রসে দূরের পোস্টে থাকা সুলেমান দিয়াবাতের হেড বাইরে গেছে। ম্যাচের ৭২ মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে ম্যাচের ভাগ্য লিখে দেওয়া গোলটি করেন মুজাফফর মুজাফফরভ। ৮৪ মিনিটে মুজাফফর মুজাফফরভের শট বাইরে গেলে ব্যবধান বড় করার সুযোগ নষ্ট হয় মোহামেডানের। ৮৬ মিনিটে বাইরে শট নিয়ে সুলেমান দিয়াবাতে মোহামেডানের আরেকটি সুযোগ নষ্ট করেন। ৮৮ মিনিটে দিয়াবাতের আরেকটি প্রচেষ্ট লক্ষ্যে থাকেনি।
মন্তব্য করুন