স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার ‘জম্বি ফুটবলের’ ইতি টেনে ফাইনালে জর্ডান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের এশিয়ান কাপে ফেভারিট হিসেবেই এসেছিল দক্ষিণ কোরিয়া। তবে সেমিফাইনাল পর্যন্ত উঠতে ভাগ্য এবং দলটির হার না মনোভাবের প্রভাব ছিল বেশি। তাইতো সৌদি আরব ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য দুই জয় নিয়ে সেমিতে ওঠে তারা। তবে সেমিতে উঠেই দলটির হার না মানা মনোভাবের ইতি ঘটল। র‌্যাঙ্কিংয়ের ৬৪ ধাপ পিছনে থাকা দল জর্ডানের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল সন-কিমরা।

সেমিফাইনালের ম্যাচ হওয়ার আগে অনেকের চোখেই জর্ডানের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার সহজেই জয় পাওয়ার কথা। তবে সবার চোখে সহজে হারার অপেক্ষায় থাকা জর্ডানই ঘটিয়ে দিল এবারের আসরের সবচেয়ে বড় অঘটন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কাতারের আহম্মদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস রচনা করল জর্ডান।

এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল জর্ডান। তবে ফুটবলভক্তদের বেশিরভাগের ধারণা ছিল এতটুক পর্যন্তই এগোতে পারবে ৮৭ নস্বর দলটি। এ ছাড়াও অভিজ্ঞতায় সন-হুয়াংয়ের চেয়ে অনেক পিছিয়ে ছিল দলটি। তবে সন-হুয়াংদের রাত কেটেছে হতাশায়। ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শক্তিশালী দলকে হারিয়ে দিল জর্ডান। আর ১৯৬০ সালের পর প্রথম ট্রফি জয়ের জন্য কোরিয়ানদের অপেক্ষা সেই সঙ্গে আরও বাড়ল।

সন দের হারানো জর্ডানের সামনে দাঁড়াতে বুধবার আরেক সেমিফাইনালে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার এবং তিনবারের সাবেক চ্যাম্পিয়ন ইরান।

আজকের প্রথম সেমিতে দক্ষিণ কোরিয়া বল দখলে রাখলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল জর্ডান। তারই পুরস্কার তারা পায় দ্বিতীয়ার্ধে। দক্ষিণ কোরিয়া বলের দখল হারালে ৫৩তম মিনিটে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলের দেখা পান ইয়াজান আল নাইমাত।

কাতারে চার ম্যাচে হারার মতো অবস্থা থেকেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছিল দক্ষিণ কোরিয়া। তবে এতটুকু পর্যন্তই থাকল তাদের এবারের ট্রফি জয়ের প্রচেষ্টা। ৬৬ তম মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে দক্ষিণ কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুসা আল তামারি।

নাইমাত ও তামারির গতি ও শক্তির সঙ্গে আর পেরে ওঠেনি দক্ষিণ কোরিয়া। শেষ বাঁশি বাজতেই অবিশ্বাসী চোখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন সন। আর জর্ডানের হাজারো সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। পুরোটা সময় তারা তাদের দলকে উৎসাহ দিয়ে গেছেন।

টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখন জর্ডানই টিকে রইল, যারা কখনও এশিয়ান কাপের ট্রফি জিততে পারেনি। আগামী শনিবার সেই আক্ষেপ ঘুচানোর অপেক্ষায় দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

যে কারণে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হবে

স্বাস্থ্যসেবায় নারী চিকিৎসকদের অগ্রগতির বাধা চিহ্নিত করতে চমেকে সেমিনার

রাতে হঠাৎ আগুন, দশটি বসতঘর পুড়ে ছাই

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত, সামরিক শক্তিতে কে এগিয়ে?

২৩ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা পেলেন না হাফিজ

ঢাকায় নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ফের রিমান্ডের খবরে নাসার নজরুল বললেন ‘হার্ট অ্যাটাক করব’

প্রাণিসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরি

১০

স্ত্রীর মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে স্বামী, অতঃপর...

১১

ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে সুখবর দিলেন গভর্নর

১৩

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলার জন্মদিনে যা বললেন ঋতুপর্ণা

১৪

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

১৫

এনসিপি নেতাকে অপসারণ দাবিতে দলীয় নেতাদের পদত্যাগের হুঁশিয়ারি

১৬

সীমান্ত উত্তেজনা, কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর

১৭

‘বিগ বস ১৯’ জিতে কত টাকা পেলেন গৌরব!

১৮

মহানবীকে নিয়ে কটূক্তি, তিতুমীরের সেই শিক্ষার্থী রিমান্ডে

১৯

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

২০
X