কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফাকে চিঠি

জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তর। ছবি : সংগৃহীত
জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তর। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বেশ সরব ইরান। আন্তর্জাতিকভাবে ইসরায়েরকে নিষিদ্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। নেই ধারাবাহিকতায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফাকে চিঠি দিয়েছে ইরান। ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি তুলেছে মধ্য প্রাচ্যের দেশটি।

ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ এবং গণহত্যার প্রতিবাদে ফিফার কাছে এই দাবি তুলে ইরান ফুটবল ফেডারেশন। এর আগে বৃহস্পতিবার স্কাই নিউজে ইরানের ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছিল মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে নিষিদ্ধ করতে একমত হয়েছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থা। এমন দাবিসংবলিত একটি চিঠি ফিফার কাছে পাঠাতে প্রস্তুত ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে দেখা যায়, ইসরায়েল ফুটবল ফেডারেশনকে ‘আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরি নিষিদ্ধ করার’ দাবি করা হয়েছে।

এ ছাড়া ফিফা ও এর সদস্যদেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও আহবান জানানো হয়। সেই পোস্টে ফিলিস্তিনে খাবার, পানীয়, ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম পাঠানোর আবেদনও করেছে ইরান ফুটবল ফেডারেশন।

গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার ১৬০ জন নিহত হয়। এর জবাবে সেই থেকে পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। ‘হামাস নির্মূলে’র নামে চালানো ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর অধিকাংশই শিশু ও নারী।

বেশ আগে থেকে ইসরায়েলের কঠোর বিরোধিতা করে আসছে ইরান। ফিলিস্তিন ভূ-খণ্ডে প্রতিষ্ঠিত ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি বেশির ভাগ মুসলিম দেশ। ব্যক্তিগত খেলাধুলাতেও ইসরায়েলিদের সঙ্গে খেলায় বিরত রয়েছে ইরানের অ্যাথলেটরা।

গত বছরের আগস্টে পোল্যান্ডে এক কুস্তি প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগীর সঙ্গে হাত না মেলানোয় আজীবন নিষিদ্ধ হয়েছে ইরানের কুস্তিগির মোস্তফা রাজায়েই। এর আগে ২০২১ সালে পদকের জন্য ইসরায়েলি অ্যাথলেটদের সঙ্গে করমর্দন না করার আহবান জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর আগে গত শতাব্দীর সত্তরের দশকে আরব মুসলিম দেশগুলোর আপত্তির মুখে এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি থেকে বাদ দেওয়া হয় ইসরায়েলকে। যদিও এএফসির প্রতিষ্ঠাতা সদস্য ছিল ইসরায়েল।

এশিয়ান কাপের প্রথম তিন আসরের ফাইনালে খেলে ইসরায়েল। আর ১৯৬৪ সালে মহাদেশীয় এই আসরে শিরোপাও জেতে তারা। এএফসি থেকে বাদ পড়ার পর নব্বই দশকের শুরু থেকে ইউরোপীয় ফুটবল সংস্থা-উয়েফার অধীন খেলতে শুরু করেন ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X