স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর ত্রয়ীতে নতুন স্বপ্ন ব্রাজিলের

রদ্রিগো (বাঁয়ে), এনদ্রিক (মাঝে) ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
রদ্রিগো (বাঁয়ে), এনদ্রিক (মাঝে) ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। সেই দলের সারথি ছিলেন রোনালেদো, রিভালদো আর রোনালদিনহো। তাদের বদৌলতে ফুটবল বিশ্ব দেখেছিল সাম্বার ছন্দের শেষ সুর।

এর পর অনেকেই সেনানী হয়ে এসেছিলেন সেলেসাওদের দুর্গে। কিন্তু কেউ সেভাবে ফুটবলবিশ্বকে দেখাতে পারেননি সাম্বার নৃত্য। নেইমারকে নিয়ে স্বপ্ন বুনেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরি তাকে পিছিয়ে গিয়েছে অনেক। স্বপ্নভাঙার গল্পে নতুন করে স্বপ্ন বুনছে ব্রাজিল। নতুন এই স্বপ্ন বুনতে তাদের বাধ্য করছেন ব্রাজিলের নতুন তিন তরুণ তুর্কি।

চলতি বছর কোপা আমেরিকা আর ২৬ সালের বিশ্বকাপ, এই দুই আসরকে সামনে রেখে দল সাজাতে ব্যস্ত ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নতুন এক সেনানী ফেলিপে এনদ্রিকের আগমণে চাঙা হয়েছে দেশটির সমর্থকরা। দেখতে শুরু করেছেন নতুন স্বপ্ন।

১৭ বছর বয়সী তরুণ এই ফুটবলারকে ভাবা হচ্ছে আগামীর তারকা। টানা দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল করে বিশ্বকে দেখিয়েছেন প্রতিভার ঝলক। নাম লেখিয়েছন অনেকের প্রিয় খেলোয়াড়ের তালিকায়।

তার সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগের অছেন পুরোনো দুই সৈন্য ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। এই তিনজনই প্রতিপক্ষের কাছে মাথা ব্যথার কারণ। এরই মধ্যে মাঠে জমেছে তাদের রসায়ন।

ফুটবলবোদ্ধাদের দাবি, রোনালদো-রিভালদো-রোনালদিনহোর পর এই ত্রয়ী হতে পারেন সময়ের অন্যতম সেরা। এরই মধ্যে অনেকটা পরিণত হয়ে উঠেছেন ভিনিসিয়ুস ও রদ্রিগো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলছেন দুজন। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির প্রতি ছাত্র তারা।

দুজনের খেলার ধরন, গতি আর ফিনিশিংয়ের দক্ষতা, মুগ্ধ করেছেন অনেকেই। চলতি বছর জুলাইয়ে তাদের সঙ্গে যোগ দিবেন এনদ্রিক। ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে তার ফিনিশিং মনে ধরেছে অনেকের। আগামী দিনের কাণ্ডারি ভাবা হচ্ছে তাকে।

আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপ। ইনজুরির কারণে মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা নেই নেইমারের। তাই সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স এগিয়ে রাখছে এনদ্রিককে।

সঙ্গে আরও আছেন ভিনি-রদ্রিগো। ব্রাজিলের আক্রমণের মূল দায়িত্বে থাকবেন এ তিনজন। যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, বড় মঞ্চে তারা হতে পারেন ব্রাজিলের গোলমেশিন।

মূলত দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ব্রাজিল। এ জন্য ঐতিহ্য থেকে বেরিয়ে ভিনদেশি অনেক তারকা কোচকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কেউ রাজি না হওয়ায় স্বদেশি দরিভাল জুনিয়রকে দেওয়া হয়েছে দায়িত্ব।

প্রথম পরীক্ষায় উতরে গেছেন সদ্য দায়িত্ব নেওয়া এই কোচ। এখন অগ্নিপরীক্ষা বাকি তার। সেই পথে ভিনি-রদ্রিগো-এনদ্রিকের কাছ থেকে সর্বোচ্চটাই চাইবেন ব্রাজিলের নতুন কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১০

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১১

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১২

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৩

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৪

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৭

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৮

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৯

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

২০
X