গত মাসেই তিন ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। শুধু বাকি ছিল ট্রফি উঁচিয়ে ধরার আনুষ্ঠিকতা। আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জিতে মৌসুমের শেষটা রাঙাল রেকর্ড টানা চারবারের শিরোপাধারীরা।
শুক্রবার (১৪ জুলাই) নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডকে দোরিয়েলটনের একমাত্র গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শেষ করল কিংস। এ নিয়ে টানা চতুর্থবার লিগ শিরোপা জয়ের কৃতিত্ব গড়ল বাংলাদেশের প্রথম পেশাদার ক্লাব হিসেবে।
প্রতিপক্ষ আবাহনী বলেই শুধু আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ ছিল না। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজান দুদলের ফুটবলাররা। অষ্টম মিনিটে কিংসের দামাশেনোর শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে দামাশেনোর ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন আবাহনীর গোলকিপার শহিদুল আলম। তবে দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি শটে গোল করে কিংস অ্যারেনায় আনন্দের বন্যা বইয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন। লাল রঙের ধোঁয়া উড়িয়ে উৎসবে মেতে ওঠেন কিংসের সমর্থকরা।
ম্যাচের ৫২ মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ হারায় আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিমের বাইলাইনের থেকে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি পিটার এনওরাহ। ৭৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দামাশেনোর বুলেট গতির শট ফিরিয়ে দেন আবাহনী গোলকিপার।
৮০ মিনিটের বিশ্বনাথ ঘোষের ট্যাকেলে বক্সের মধ্যে কলিনদ্রেস পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে আবাহনী, কিন্তু রেফারির সাড়া মেলেনি। ক্ষোভে ফুঁসে ওঠে আবাহনীর ডাগআউট। ম্যাচের শেষ দিকে দুই অভিজ্ঞ ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও এলিটা কিংসলেকে আবাহনী কোচ মারিও লেমোসকে নামালেও ম্যাচের ফল পাল্টাতে পারেনি আবাহনী।
১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মারিও লেমোসের দলের লিগে এখনও এক ম্যাচ বাকি রয়েছে।
মন্তব্য করুন