স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মেসির মন্তব্য

নেইমারকে ছাড়াই কোপা জেতার ক্ষমতা রয়েছে ব্রাজিলের

লিওনেল মেসি ও নেইমার। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও নেইমার। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকা কাপ। ইনজুরির কারণে ব্রাজিল স্কোয়াডে নেই দীর্ঘদিনের বন্ধু, বার্সেলোনা ও পিএসজির সাবেক সতীর্থ নেইমার। এরপরও সেলেসাওদের শক্তিশালী দল মানছেন লিওনেল মেসি।

কোপা শুরু আগে আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলো তিনেল্লিকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয়ের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক এ মন্তব্য করেন। ২০২১ সালে কোপা দিয়ে আন্তর্জাতিক ট্রফির খরা কাটান মেসি। এরপর ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা এবং কাতারে জেতেন বিশ্বকাপ।

দুই বছরের ব্যবধানে তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের অনুভূতি ব্যক্ত করতে দিয়ে মেসি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সবকিছু জিততে পারা মনে প্রশান্তি দেয়। এগুলো এমন কিছু, যা আমাদের প্রাপ্য ছিল এবং পেয়েছিও।’

এ সময় ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনালের হার নিয়েও কথা বলেন মেসি। জানান, ‘আমি মনে করি সবকিছু কোনো না কোনো কারণে ঘটে এবং সবকিছু লেখা হয়। সৃষ্টিকর্তা হয়তো তখন (২০১৪ সালে) চাননি, তাই হয়নি। সৃষ্টিকর্তার হয়তো মনে হয়েছে আমার জন্য যদি এটি হয়, তাহলে এখনই (২০২২ কাতার বিশ্বকাপ) হবে। তিনি যেভাবে চেয়েছিলেন, সেভাবেই হয়েছে।’

এ পর্যায়ে অফুরন্ত ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি যে ভালোবাসা পেয়েছি, তার জন্য সব সময় কৃতজ্ঞ। সবাই চেয়েছিল আমি বিশ্ব চ্যাম্পিয়ন না হয়ে যেন ফুটবল ছেড়ে না দিই। আমাকে সবকিছু উপহার দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তবে যখন ক্যারিয়ার শুরু করি, তখন কল্পনাও করিনি আমার স্বপ্নের চেয়েও বেশি অর্জন করব।’

বার্সেলোনার জার্সিতে ২০০৫ সালে সিনিয়র পর্যায়ে শুরু হয় মেসির পেশাদার ফুটবল ক্যারিয়ার। বর্তমানে ক্যারিয়ারের গোধূলী লগ্নে মেসি। পড়ন্ত বেলায় ফুটবলকে কীভাবে দেখেন এ প্রশ্নে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি এখন খেলাটিকে অনেক বেশি উপভোগ করছি। এই আবেগ কখনো কখনো দীর্ঘ হয়, একদম চিরন্তন। তবে কাজটা কঠিন। কিন্তু যখন দেখি আমি একটি দারুণ দলে খেলছি, সবার সঙ্গে মিশতে পারছি, তখন আরও ভালো লাগে। আমরা অনেক বিষয় নিয়ে মজা করি, নিজেদের মতো করে উপভোগ করি।’

দীর্ঘ সময় ধরে ছিলেন ইউরোপীয় ফুটবলের প্রাণ। জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। দুই লিগের পার্থক্য নিয়ে মেসি বলেন, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) সাধারণত সপ্তাহে একটার বেশি ম্যাচ খেলতে হয় না। তাই জীবন নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যায়। ইউরোপে সেই সুযোগ ছিল না। বাইরে বের হও, নিজের যত্ন নাও, পর্যাপ্ত বিশ্রাম নাও, ভালো খাওয়াদাওয়া করো এবং আবার মাঠে নেমে পড়ো।’

শুক্রবার শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ফেবারিট কারা এ প্রশ্নে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমি সব সময় বলে এসেছি আর্জেন্টিনই ফেবারিট। মনে করা হয়, আমরা সব সময় সেরা খেলাটাই খেলছি। আমরা সমালোচনার স্বীকার হলেও এ ব্যাপারে প্রশ্নের কোনো সুযোগ নেই। আজ আমি বলতে পারি, আমরাই সেরা। কারণ, আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন। কিন্তু এর অর্থ এই নয়, এবারও আমরা হেসেখেলে জিতে যাব।’

এ সময় লাতিনসহ অন্য দলগুলোর সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি, ‘ইকুয়েডরের এই প্রজন্মের ফুটবলাররা খুব ভালো করছে। তারা শারীরিকভাবে শক্তিশালী। কলম্বিয়া, উরুগুয়েও ভালো দল।’

নতুন কোচের অধীনে পুনঃগঠন পক্রিয়ায় রয়েছে ব্রাজিল। কোপার স্কোয়াডে নেই সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ব্রাজিলিয়ান তারকা না থাকায় পীড়া দিচ্ছে মেসিকে, ‘ব্রাজিলের কথা না বললেও চলছে। নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক ব্যাপার। তবে ওদের খেলোয়াড়ের অভাব নেই। নেইমার খুব কঠিন একটি বছর পার করছে। সে এখানে খেলতে পারেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা / বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : ফখরুল

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

১০

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

১১

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

১২

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

১৩

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

১৪

এসএসসিতে ১৩০০ নম্বরে ১২৮৫ পেয়েছে নিবিড়

১৫

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

১৬

ইরানে ‘জোরালো হামলার’ হুমকি ইসরায়েলের

১৭

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

১৮

লর্ডসে উইকেট পেয়ে প্রয়াত জোতাকে স্মরণ ভারতীয় পেসারের

১৯

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ

২০
X