স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষে থেকে কোপায় আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

শীর্ষে থেকেই কোপা শুরু করছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
শীর্ষে থেকেই কোপা শুরু করছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

রাত পোহালেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ইউরোপের দেশগুলোর ফুটবল লড়াই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো শুরু হয়েছে আগেই। এ ছাড়াও আফ্রিকা ও এশিয়ার দেশগুলোও বিশ্বকাপকে সামনে রেখে পার করেছে ব্যস্ত সময়। এ কারণে ক্লাব ফুটবল মৌসুম শেষের পরও ব্যস্ত সময় পার করেছে দেশগুলো। এই ম্যাচগুলোর ব্যস্ততাই নতুন করে ফিফা র‍্যাঙ্কিংয়ে এনেছে পরিবর্তন।

এসব প্রতিযোগিতায় যুক্ত দেশগুলোর ম্যাচের ফলাফলের ভিত্তিতে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বৃহস্পতিবার (২০ জুন) ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন দেশের অবস্থানে। তবে শীর্ষে থাকা আর্জেন্টিনার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি ।

লিওনেল মেসির দল শীর্ষে থেকেই আগামীকাল (২১ জুন) কোপা আমেরিকায় নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। দুই ও তিনেও ফ্রান্স ও বেলজিয়াম যথাক্রমে তাদের অবস্থান ধরে রেখেছে। আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এক ধাপ এগিয়ে চারে ওঠে এসেছে। ব্রাজিল এগোনোয় এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। এরপর ৬-৮ পর্যন্ত যথাক্রমে অবস্থান অপরিবর্তিত রয়েছে পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেনের। এক ধাপ এগিয়ে নিয়ে ক্রোয়েশিয়া এবং তাদের জায়গায় নেমে গেছে ইতালি (দশম)।

ফিফা র‌্যাঙ্কিংয়ে অবশ্য অবনমন হয়েছে বাংলাদেশের। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এবার সবমিলিয়ে ৮ ম্যাচ খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে মাত্র একটি ম্যাচে ড্র করা জামাল ভূঁইয়ার দল ৫টিতে হার ও দুটি ম্যাচ ড্র করেছে। বছর শুরু হয়েছিল ১৮৩-তে থেকে, এরপর ১৮৪ হয়ে এবার ১৮৫, যেখানে বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোর প্রভাব রয়েছে।

সেরা ১০০ দলের অবস্থানেও দেখা গেছে কিছুটা পরিবর্তন। শীর্ষ ১০০ এর মধ্যে ঘানা (৬৪তম), হন্ডুরাস (৭৮তম), হাইতি (৮৬তম), কুরাসাও (৮৭তম) এগিয়েছে চার ধাপ করে। এ ছাড়া বেনিনের (৯১তম) ছয় ধাপ ও নামিবিয়া (৯৭তম) এগিয়েছে নয় ধাপ।

একইভাবে একশর বাইরে থাকা বেশ কয়েকটি দলের অবস্থান পাল্টেছে বড় আকারে। মোজাম্বিক (১০৩) সাত ধাপ, মাদাগাস্কার (১০৪) ৫ ধাপ, কোরিয়া রিপাবলিক (১১০) আট ধাপ, নিকারাগুয়া (১৩০) পাঁচ ধাপ, জিব্রাল্টার (১৯৮) পাঁচ ধাপ এগিয়েছে। লম্বা লাফ দিয়ে ১০ ধাপ এগোল লাইবেরিয়া (১৪২), এবারের র‌্যাঙ্কিংয়ে তাদের সাফল্য সবচেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১০

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১১

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১২

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৩

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৪

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৫

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

১৬

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

১৭

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

১৮

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

১৯

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

২০
X