স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ
উইম্বলডন ২০২৪

জোকোভিচ জিতলেন, ইংল্যান্ডকে অভিনন্দনও জানালেন

নোভাক জোকোভিচ ইংল্যান্ডকে অভিনন্দন জানান। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ ইংল্যান্ডকে অভিনন্দন জানান। ছবি : সংগৃহীত

উইম্বলডনের সেন্টার কোর্টে নোভাক জোকোভিচ যখন খেলছিলেন, তখন জার্মানিতে ইউরোর কোয়ার্টার ফাইনাল চলছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলছিল ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ে আর গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার পর ইংল্যান্ড জিতেও যায়। ইংল্যান্ডের জয়ের রেশ পড়ে অল ইংল্যান্ড ক্লাব কোর্টে। দর্শকরা উৎসব করেন।

সেই সময় উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওঠার ম্যাচ খেলছিলেন জোকোভিচ। তিনি অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে উইম্বলডনের শেষ আটে ওঠেন। খেলার মাঝে পেনাল্টি মারার ভঙ্গিও করেন সার্ব তারকা। পরে ইউরো সেমিফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডকে অভিনন্দনও জানান।

বরাবরের মতোই ফেভারিট হিসেবে উইম্বলডন খেলছেন ২৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ। শনিবার রাতেও তিনি জয়ের প্রত্যাশা নিয়েই খেলতে নামেন। কিন্তু প্রথম সেটে হেরে গিয়েছিলেন। এরপর টানা তিন সেট জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন সার্ব তারকা। দ্বিতীয় সেট চলার সময় কয়েক সেকেন্ড খেলা বন্ধ ছিল। সেই সময় সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড ইউরো কাপের সেমিফাইনালে ওঠে। এটা জানার পর সেন্টার কোর্টের দর্শকরাও উৎসব করা শুরু করে।

জোকোভিচ ম্যাচ শেষে সংবাদ সন্মেলনে এসে বলেন, ‘আমি অনুমান করছিলাম তখন ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের মধ্যে টাইব্রেক চলছে। দর্শকরা স্কোর জানার জন্য উদগ্রীব ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতেছে, যে কারণে আপনারা এখানে আছেন। সেমিফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’

ম্যাচের মাঝখানে পেনাল্টি নেওয়ার ভঙ্গি নিয়ে জোকোভিচ বলেন, ‘আমি বাঁ পায়ে পেনাল্টি শুটের চেষ্টা করি। তবে অ্যালেক্সি ভালোভাবে সেভ করেছে। শেষ ষোলোতে ওঠার রেকর্ডও করেছেন সার্ব তারকা। এবার নিয়ে ৬৫তম বার গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে উঠলেন জকোভিচ।

চতুর্থ রাউন্ডে তিনি খেলবেন ১৫তম বাছাই ডেনমার্কের হোলগার রানের বিপক্ষে। গত বছরও উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রানে। শনিবার রাতে তিনি ১-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৬-১ গেমে কুইন্টন হেলিসকে পরাজিত করেন। উইম্বলডনের গ্যালারিতে গতকাল উপস্থিত ছিলেন সস্ত্রীক শচীন টেন্ডুলকার। জোকোভিচদের খেলা উপভোগ করেন তিনি। রজার ফেদেরারের সঙ্গে আড্ডাও দেন।

এবারের উইম্বলডন শুরুর আগে হাঁটুর অপরেশন করান জোকোভিচ। সেই ধাক্কা খেলায় ছাপ ফেলেনি। প্রত্যাশামতোই বছরের তৃতীয় গ্র্যান্ডস্লামের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। শুরুটা অবশ্য ভালো করতে পারেননি। অস্ট্রেলীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেট হেরে যান ৪-৬ ব্যবধানে। এর পর পপিরিন আর পাত্তা পাননি। সার্ব তারকা দ্বিতীয় এবং তৃতীয় সেট সহজেই জেতেন। চতুর্থ সেট টাইব্রেকারে গড়ায়। ৭-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে চতুর্থ রাউন্ডে পা রাখেন জকোভিচ। দ্বিতীয় সেটের ষষ্ঠ গেম চলার সময় খেলা বন্ধ ছিল কয়েক সেকেন্ড। সে সময় ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন জকোভিচ। গ্যালারি থেকে প্রবল হাততালির শব্দ ভেসে আসে। ইংল্যান্ডের ইউরো সেমিফাইনালে ওঠা উপভোগ করেন জকোভিচ।

পাঁচ সেটের লড়াইয়ে ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারেজও। অল ইংল্যান্ড ঘাসের কোর্টে গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবারও এখন পর্যন্ত চ্যাম্পিয়নের মতোই খেলছেন তিনি। শনিবার তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন জার্মান তারকা আলেকজান্ডার ভেরেভও। ক্যামেরন নোরিকে ৬-৪, ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন তিনি। তবে চতুর্থ রাউন্ডে ওঠার পথে আলকারেজের মতোই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেন শেলটনকে। পাঁচ সেটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ডেনিস শাপোভালভকে। তিন ঘণ্টা পাঁচ মিনিটের লড়াই শেষে শেলটন জিতেছেন ৬-৭, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ গেমে। জকোভিচের ম্যাচ জিততেই ৩ ঘণ্টা ৫ মিনিট লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X