স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে খেলা হচ্ছে না নাদালের!

রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত
রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ফলে অলিম্পিকের দুবার সোনাজয়ী এই কিংবদন্তি অংশ নিতে পারেননি গ্র্যান্ড স্লাম রোঁলা গাঁরোয়।

ফলে প্যারিস অলিম্পিকে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ দুঃসংবাদটি দিয়েছেন নাদালের কোচ কার্লোস ময়া। এবারের অলিম্পিকের টেনিস ইভেন্টের ম্যাচগুলো হবে ফ্রেঞ্চ ওপেনের কোর্টে।

আর নাদালকে বলা হয় লাল কোর্টের রাজা। ২২টি গ্র্যান্ড স্লামের ১৪টি তুলে ছিলেন এই লালমাটির কোচ ফ্রেঞ্চ ওপেন থেকে। প্যারিস অলিম্পিক টেনিসের একক ও দ্বৈত- দুই ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল এই স্প্যানিশ কিংবদন্তির। দ্বৈততে জুটি বেঁধে ছিলেন বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী কার্লোস আলকারাজের সঙ্গে।

তবে সেখানে বাধা ইনজুরি। স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নাদালের সবশেষ অবস্থা প্রসঙ্গে ময়া বলেন, ‘গত বুধবার সকাল থেকে সে (নাদাল) অস্বস্তি অনুভব করেছে। বিকেলের দিকে আরও খারাপ হয়। ব্যাপারটা আরও খারাপ হওয়ার আগেই সে থেমেছে।

এরপর থেকে আর অনুশীলন করেননি ৩৮ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। এ নিয়ে ময়ার বলেন, ‘এখন জোরাজুরির প্রয়োজন নেই। দেখা যাক সে কতটা সেরে ওঠে। আগামীকাল (শুক্রবার) এবং শনিবার (আগামীকাল) সে কেমন অবস্থায় থাকে, সেটা আমরা দেখব।’

এর আগে কোমরের চোট কাটিয়ে লম্বা সময় পর টেনিস কোর্টে ফেরেন নাদাল। গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে হওয়া এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।

আগামী রোববার প্যারিস অলিম্পিকের একক ইভেন্টের প্রথম রাউন্ডে হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা তার। তবে অলিম্পিকে তার অনিশ্চয়তার কথা জানান ময়ার, ‘তার খেলা না খেলা নিয়ে কোনো কিছুর নিশ্চয়তা আমি দিতে পারব না। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন, চিকিৎসা নিতে হবে। সে অবশ্যই অলিম্পিকে খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর সে এটাতে (অলিম্পিকে) চোখ রেখে আসছে। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বী। একক ও দ্বৈত ইভেন্টে খেলতে চায়। আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলতেও মুখিয়ে আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’

এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকের এককে সোনা জিতেছিলেন রাফায়েল নাদাল। আর ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকের দ্বৈত ইভেন্টে মার্ক লোপেজকে নিয়ে সোনা জেতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

কর্ণফুলী টানেল লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে : চসিক মেয়র

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, অতঃপর...

‘সোনাই মাধব’ নাটকের ২০২তম মঞ্চায়ন

‘আমরা দুই, আমাদের তিন’- নীতিতে চলতে বললেন আরএসএস নেতা

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপ-পরিচালক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৫ জন

চেক ডিজঅনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ

১০

অল্পের জন্য প্রাণে বাঁচল বাসভর্তি যাত্রী

১১

নির্বাচন কমিশনের ওপর যে ‘অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

১২

আখের রস খাওয়া কি ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদ

১৩

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

১৪

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড

১৫

৩১ দফা দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা : কফিল উদ্দিন

১৬

‘আ.লীগের কোনো প্রেতাত্মা বিএনপির সদস্য হতে পারবে না’

১৭

যুক্তরাজ্য থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি

১৮

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

১৯

ডাকাতির অভিযোগে বিশ্বকাপ খেলা ক্রিকেটার গ্রেপ্তার

২০
X