স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে খেলা হচ্ছে না নাদালের!

রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত
রাফায়েল নাদাল। ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ফলে অলিম্পিকের দুবার সোনাজয়ী এই কিংবদন্তি অংশ নিতে পারেননি গ্র্যান্ড স্লাম রোঁলা গাঁরোয়।

ফলে প্যারিস অলিম্পিকে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ দুঃসংবাদটি দিয়েছেন নাদালের কোচ কার্লোস ময়া। এবারের অলিম্পিকের টেনিস ইভেন্টের ম্যাচগুলো হবে ফ্রেঞ্চ ওপেনের কোর্টে।

আর নাদালকে বলা হয় লাল কোর্টের রাজা। ২২টি গ্র্যান্ড স্লামের ১৪টি তুলে ছিলেন এই লালমাটির কোচ ফ্রেঞ্চ ওপেন থেকে। প্যারিস অলিম্পিক টেনিসের একক ও দ্বৈত- দুই ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল এই স্প্যানিশ কিংবদন্তির। দ্বৈততে জুটি বেঁধে ছিলেন বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী কার্লোস আলকারাজের সঙ্গে।

তবে সেখানে বাধা ইনজুরি। স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নাদালের সবশেষ অবস্থা প্রসঙ্গে ময়া বলেন, ‘গত বুধবার সকাল থেকে সে (নাদাল) অস্বস্তি অনুভব করেছে। বিকেলের দিকে আরও খারাপ হয়। ব্যাপারটা আরও খারাপ হওয়ার আগেই সে থেমেছে।

এরপর থেকে আর অনুশীলন করেননি ৩৮ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। এ নিয়ে ময়ার বলেন, ‘এখন জোরাজুরির প্রয়োজন নেই। দেখা যাক সে কতটা সেরে ওঠে। আগামীকাল (শুক্রবার) এবং শনিবার (আগামীকাল) সে কেমন অবস্থায় থাকে, সেটা আমরা দেখব।’

এর আগে কোমরের চোট কাটিয়ে লম্বা সময় পর টেনিস কোর্টে ফেরেন নাদাল। গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে হওয়া এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।

আগামী রোববার প্যারিস অলিম্পিকের একক ইভেন্টের প্রথম রাউন্ডে হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা তার। তবে অলিম্পিকে তার অনিশ্চয়তার কথা জানান ময়ার, ‘তার খেলা না খেলা নিয়ে কোনো কিছুর নিশ্চয়তা আমি দিতে পারব না। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন, চিকিৎসা নিতে হবে। সে অবশ্যই অলিম্পিকে খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর সে এটাতে (অলিম্পিকে) চোখ রেখে আসছে। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বী। একক ও দ্বৈত ইভেন্টে খেলতে চায়। আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলতেও মুখিয়ে আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’

এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকের এককে সোনা জিতেছিলেন রাফায়েল নাদাল। আর ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকের দ্বৈত ইভেন্টে মার্ক লোপেজকে নিয়ে সোনা জেতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

আগুনে পুড়ে ছাই ৭ দোকান

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটির প্রজ্ঞাপন

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

১১

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

১২

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

১৩

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১৪

দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

১৫

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১৬

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৭

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৮

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৯

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

২০
X