স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
দাবা অলিম্পিয়াড

ইসরায়েল ম্যাচ বয়কট করে শাস্তির মুখে রাজীব

এনামুল হক রাজীব। ছবি : সংগৃহীত
এনামুল হক রাজীব। ছবি : সংগৃহীত

হাঙ্গেরির বুদাপেস্টে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। এ ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান সহিংসতার প্রতিবাদ হিসেবে ম্যাচটি বর্জনের ঘোষণা দেন। এতে তার বোর্ডে ওয়াকওভার পায় ইসরায়েল। এতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি।

রাজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’ বয়কটের পক্ষে তার যুক্তি হচ্ছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদেই আমি ইসরায়েলের বিপক্ষে খেলছি না।’

এতে চটেছে ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ। দেশে ফিরলে শাস্তির মুখে পড়তে পারেন রাজীব এমনটাই জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ‘রাজীব খেলবে না ঘোষণার পর আমরা ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। সচিব আমাদের জানিয়েছেন, ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে জেনেই সরকার বাংলাদেশ দাবা দলকে জিও (সরকারি আদেশ) দিয়েছে। খেলোয়াড়েরা জানতেন ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে। কোনো খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে খেলতে না চাইলে তিনি আগে বলেননি কেন? সচিব আমাদের বলেছেন, কেউ না খেললে আমরা যেন দেশে ফিরে রিপোর্ট দিই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। ক্রীড়া পরিষদ ব্যবস্থা নেবে।’

রাজীবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে জানান সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ‘এভাবে একজন খেলোয়াড় কোনো একটি দেশের বিরুদ্ধে না খেলার অবস্থান নিতে পারে না। ম্যাচের দিন সকাল ১০টার মধ্যে ৫ জনের মধ্যে ৪ জনের নামের তালিকা জমা দিতে হয়। সে অনুযায়ী আমরা রাজীবসহ চারজনের নাম জমা দিই। জমা দেওয়ার পর নাম আর প্রত্যাহার করা যায় না। ফলে রাজীব না খেলায় কিছু করার নেই। তার বোর্ডে আমাদের কেউ থাকছে না। ইসরায়েল ওয়াকওভার পাবে।’

তবে রাজীবের দাবি আগেই না খেলার বিষয়টি জানিয়েছিলেন তিনি। এরপরও কেন তার নাম দেওয়া হলো সেই প্রশ্নও তোলেন এ দাবাড়ু, ‘পাঁচজনের মধ্যে নিয়াজ ভাই (নিয়াজ মোরশেদ) ও নীড়ও (মনন রেজা) ইসরায়েলের বিপক্ষে খেলতে চাইছিল না। কিন্তু চারজনের নাম তো দিতে হবে। তাই আমার নাম দিয়েছে। কিন্তু আগেই জানানোর পরও কেন আমার নাম দেওয়া হলো? আমি তো আমার অবস্থান আগেই জানিয়ে দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

মক্কা থেকে যা বললেন ফারহান

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১০

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১১

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১২

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১৩

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৪

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৫

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

১৬

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

১৭

লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা, আটক সোহেল নিহতদের ‘আত্মীয়’

১৮

ইশরাকের হবু স্ত্রীর ছবি প্রকাশ

১৯

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

২০
X