ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বিওএর মিনি ও হাফ ম্যারাথন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হবে এ ম্যারাথন।

খেলা হবে দুই ইভেন্টে। মিনি ম্যারাথনে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন প্রতিযোগীরা। আরেকটি হাফ ম্যারাথন। এ ইভেন্টে ২১.১০ কিলোমিটার দূরত্বে দৌড়াবেন প্রতিযোগীরা। ৫০ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের জন্য থাকছে আলাদা ক্যাটাগরি। বিভিন্ন ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে এ আয়োজনে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ আয়োজকদের। বিভিন্ন ক্যাটাগরির ৯৩ জয়ী দৌড়বিদকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৭২ লাখ ৯০ হাজার টাকা।

বিওএ সভাপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় ম্যারাথন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজন সম্পর্কে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলছিলেন, ‘সভাপতির নির্দেশনায় প্রথমবারের মতো এ ম্যারাথন আয়োজন করা হচ্ছে। বছরে অন্তত দুবার এ ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে বিওএর।’

ম্যারাথনে বিভিন্ন দূরত্বের পেশাদার এবং সৌখিন দৌড়বিদদের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। থাকছে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য সাধারণ একটি ক্যাটাগরি। ক্যাটাগরি ভেদে প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে দেড় থেকে দুই লাখ টাকা। ম্যারাথনের পুরস্কার সম্পর্কে বিওএ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ‘বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে নানা পুরস্কার রাখা হয়েছে। এবার স্বল্প সময়ের মধ্যে এ ইভেন্ট আয়োজন করতে হচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে বিদেশিদের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

ম্যারাথন আয়োজন সম্পর্কে শেখ বশির আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এ ম্যারাথনের ব্যবস্থাপনায় থাকছে। তাদের আরও বড় ম্যারাথন আয়োজনের অভিজ্ঞতা আছে। এ কারণেই আয়োজনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।’ আরও বলেন, ‘কোন সময় কোন ম্যারাথন অনুষ্ঠিত হবে এ রকম একটা সূচি হওয়া প্রয়োজন। আমরা আগামীতে সমন্বয়ের চেষ্টা করব।’ বিওএ ভনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.) ও কোষাধ্যক্ষ এ কে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১০

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১১

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

১২

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

১৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১৪

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

১৫

ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ 

১৬

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

১৭

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

১৮

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

১৯

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

২০
X