ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বিওএর মিনি ও হাফ ম্যারাথন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হবে এ ম্যারাথন।

খেলা হবে দুই ইভেন্টে। মিনি ম্যারাথনে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন প্রতিযোগীরা। আরেকটি হাফ ম্যারাথন। এ ইভেন্টে ২১.১০ কিলোমিটার দূরত্বে দৌড়াবেন প্রতিযোগীরা। ৫০ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের জন্য থাকছে আলাদা ক্যাটাগরি। বিভিন্ন ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে এ আয়োজনে প্রায় ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ আয়োজকদের। বিভিন্ন ক্যাটাগরির ৯৩ জয়ী দৌড়বিদকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৭২ লাখ ৯০ হাজার টাকা।

বিওএ সভাপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় ম্যারাথন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজন সম্পর্কে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলছিলেন, ‘সভাপতির নির্দেশনায় প্রথমবারের মতো এ ম্যারাথন আয়োজন করা হচ্ছে। বছরে অন্তত দুবার এ ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে বিওএর।’

ম্যারাথনে বিভিন্ন দূরত্বের পেশাদার এবং সৌখিন দৌড়বিদদের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। থাকছে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য সাধারণ একটি ক্যাটাগরি। ক্যাটাগরি ভেদে প্রথম স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হিসেবে থাকছে দেড় থেকে দুই লাখ টাকা। ম্যারাথনের পুরস্কার সম্পর্কে বিওএ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ‘বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে নানা পুরস্কার রাখা হয়েছে। এবার স্বল্প সময়ের মধ্যে এ ইভেন্ট আয়োজন করতে হচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে বিদেশিদের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

ম্যারাথন আয়োজন সম্পর্কে শেখ বশির আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এ ম্যারাথনের ব্যবস্থাপনায় থাকছে। তাদের আরও বড় ম্যারাথন আয়োজনের অভিজ্ঞতা আছে। এ কারণেই আয়োজনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।’ আরও বলেন, ‘কোন সময় কোন ম্যারাথন অনুষ্ঠিত হবে এ রকম একটা সূচি হওয়া প্রয়োজন। আমরা আগামীতে সমন্বয়ের চেষ্টা করব।’ বিওএ ভনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.) ও কোষাধ্যক্ষ এ কে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

১১

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

১২

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১৩

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১৪

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১৫

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১৬

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

১৭

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

১৮

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

১৯

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

২০
X