স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

জোকোভিচকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন মেসির ছেলে

মেসির ছেলের চ্যালেঞ্জ পূরণ করতে পারলেন না জোকোভিচ। ছবি : সংগৃহীত
মেসির ছেলের চ্যালেঞ্জ পূরণ করতে পারলেন না জোকোভিচ। ছবি : সংগৃহীত

নোভাক জোকোভিচকে বিশ্বের সর্বকালের সেরা টেনিস তারকা বললে খুব বেশি ভুল বলা হবে না। অনেকের কাছে বিশ্বে তার চেয়ে বড় টেনিস তারকা হয় না। তবে সেই তালিকায় নেই লিওনেল মেসির ছেলে। এমনকি জোকোভিচকে ১০-এ ১০ পাওয়ার জন্য আরও ভালো খেলার পরামর্শ দিলেন লিওনেল মেসির ছেলে! সম্প্রতি মায়ামি ওপেনের সেমিফাইনালে মেসির পরিবার উপস্থিত ছিলেন, সেখানেই ঘটেছে এই মজার মুহূর্ত।

শুক্রবার মায়ামি ওপেনের সেমিফাইনালে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে টেনিস দেখতে গিয়েছিলেন লিওনেল মেসি। কোর্টে ছিলেন কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ, যিনি পুরুষদের একক টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সেদিন দারুণ ফর্মে থাকা জোকোভিচ ৬-২, ৬-৩ সেটে গ্রিগর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিলেন।

ম্যাচ শেষে জোকোভিচের সঙ্গে দেখা করতে মেসি ও তার পরিবার পৌঁছে যান লকার রুমে। সেখানে উপহার বিনিময় হয়, কথাও বলেন দুজন। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্তটি আসে মেসির ছেলেদের একজনের কাছ থেকে।

জোকোভিচ নিজেই এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, ‘মেসি তার পরিবার নিয়ে লকার রুমে এসেছিলেন, কিছুক্ষণ কথা হলো, উপহারও বিনিময় করলাম। এটা আমার জন্য বিশাল সম্মানের। মেসি শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াবিশ্বে বিশাল প্রভাব রেখেছে গত ২০ বছরে। তার সামনে খেলতে পারা সত্যিই আনন্দের।’

এরপর মজার মুহূর্তের কথা তুলে ধরে বলেন, ‘মেসির ছেলেদের একজন আমাকে ৮-১০ রেটিং দিয়েছে! কিন্তু সিরিয়াস মুখে বলেছে, ‘পরের ম্যাচে অবশ্যই ১০-এ ১০ হতে হবে!’ বুঝতেই পারছেন, মেসির পরিবারের দিক থেকে আমার ওপর ভালোই চাপ ছিল!’

তবে মেসির ছেলের প্রত্যাশা পূরণ করতে পারেননি জোকোভিচ। ফাইনালে ১৭ বছর বয়সী জাকুব মেনসিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৬, ৭-৬ সেটে হেরে যান তিনি। ফলে ফেদেরারকে পেছনে ফেলে সবচেয়ে বয়স্ক মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারান এই সার্বিয়ান তারকা।

এদিকে পরের দিনই মাঠে ফিরেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোল করেন তিনি। আর উদযাপন? সেটাও বিশেষ ছিল—টেনিসের ফোরহ্যান্ড স্ট্রোকের ভঙ্গিতে জয় উৎসর্গ করলেন জোকোভিচকে!

আগামী ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে শুরুর একাদশেই দেখা যেতে পারে মেসিকে। তবে তার ছেলে কি এবার কোনো ফুটবলারকে ‘১০-এ ১০’ হতে বলবে? সেটাই দেখার অপেক্ষা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১৫ ম্যাচে জাকেরের ব্যাটে মাত্র ৩ ছক্কা

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার

দিনে আধা ঘণ্টা ব্যয় করে যেভাবে শিখতে পারেন ইংরেজি

পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা

‘ডন ছাড়া খেতেনই না সালমান শাহ’

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার চার্জশিট দ্রুত জমা দেওয়া হবে : র‍্যাব

আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ ধর্ম উপদেষ্টার 

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’

১০

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত

১১

অসময়ের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

১২

পকেটমারের অভিযোগে আবার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত

১৩

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নির্দেশনা 

১৪

এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ 

১৫

১৫ বছরের চেষ্টায় কার্গো বিমান তৈরি করে চমকে দিয়েছে ইরান

১৬

কেন অপু বিশ্বাসের সঙ্গে কাজ বন্ধ করেছেন গৌতম সাহা?

১৭

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, ছাড়েনি কোনো জাহাজ

১৮

ফের লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১৯

ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা অস্বীকার ট্রাম্পের

২০
X