স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

জোকোভিচকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন মেসির ছেলে

মেসির ছেলের চ্যালেঞ্জ পূরণ করতে পারলেন না জোকোভিচ। ছবি : সংগৃহীত
মেসির ছেলের চ্যালেঞ্জ পূরণ করতে পারলেন না জোকোভিচ। ছবি : সংগৃহীত

নোভাক জোকোভিচকে বিশ্বের সর্বকালের সেরা টেনিস তারকা বললে খুব বেশি ভুল বলা হবে না। অনেকের কাছে বিশ্বে তার চেয়ে বড় টেনিস তারকা হয় না। তবে সেই তালিকায় নেই লিওনেল মেসির ছেলে। এমনকি জোকোভিচকে ১০-এ ১০ পাওয়ার জন্য আরও ভালো খেলার পরামর্শ দিলেন লিওনেল মেসির ছেলে! সম্প্রতি মায়ামি ওপেনের সেমিফাইনালে মেসির পরিবার উপস্থিত ছিলেন, সেখানেই ঘটেছে এই মজার মুহূর্ত।

শুক্রবার মায়ামি ওপেনের সেমিফাইনালে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে টেনিস দেখতে গিয়েছিলেন লিওনেল মেসি। কোর্টে ছিলেন কিংবদন্তি সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ, যিনি পুরুষদের একক টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সেদিন দারুণ ফর্মে থাকা জোকোভিচ ৬-২, ৬-৩ সেটে গ্রিগর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিলেন।

ম্যাচ শেষে জোকোভিচের সঙ্গে দেখা করতে মেসি ও তার পরিবার পৌঁছে যান লকার রুমে। সেখানে উপহার বিনিময় হয়, কথাও বলেন দুজন। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্তটি আসে মেসির ছেলেদের একজনের কাছ থেকে।

জোকোভিচ নিজেই এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, ‘মেসি তার পরিবার নিয়ে লকার রুমে এসেছিলেন, কিছুক্ষণ কথা হলো, উপহারও বিনিময় করলাম। এটা আমার জন্য বিশাল সম্মানের। মেসি শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াবিশ্বে বিশাল প্রভাব রেখেছে গত ২০ বছরে। তার সামনে খেলতে পারা সত্যিই আনন্দের।’

এরপর মজার মুহূর্তের কথা তুলে ধরে বলেন, ‘মেসির ছেলেদের একজন আমাকে ৮-১০ রেটিং দিয়েছে! কিন্তু সিরিয়াস মুখে বলেছে, ‘পরের ম্যাচে অবশ্যই ১০-এ ১০ হতে হবে!’ বুঝতেই পারছেন, মেসির পরিবারের দিক থেকে আমার ওপর ভালোই চাপ ছিল!’

তবে মেসির ছেলের প্রত্যাশা পূরণ করতে পারেননি জোকোভিচ। ফাইনালে ১৭ বছর বয়সী জাকুব মেনসিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৬, ৭-৬ সেটে হেরে যান তিনি। ফলে ফেদেরারকে পেছনে ফেলে সবচেয়ে বয়স্ক মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারান এই সার্বিয়ান তারকা।

এদিকে পরের দিনই মাঠে ফিরেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোল করেন তিনি। আর উদযাপন? সেটাও বিশেষ ছিল—টেনিসের ফোরহ্যান্ড স্ট্রোকের ভঙ্গিতে জয় উৎসর্গ করলেন জোকোভিচকে!

আগামী ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে শুরুর একাদশেই দেখা যেতে পারে মেসিকে। তবে তার ছেলে কি এবার কোনো ফুটবলারকে ‘১০-এ ১০’ হতে বলবে? সেটাই দেখার অপেক্ষা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই : সপু

স্পেন-জার্মানিসহ ৫ দেশ আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়

ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটি গঠন 

আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অজ্ঞাত যানের চাপায় সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ

এক দিনেই এনবিআরের ৪৯ কর্মকর্তা বদলি

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ

তিন দিনের সফরে ভারত আসছেন মেসি!

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, সন্তানসহ থানায় স্বামী

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটি গঠন

১১

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১২

৫ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৩

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায়

১৪

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্কহার এখন পাকিস্তানে, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা

১৫

সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ

১৬

বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা

১৭

সরকারি অর্থ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন শিক্ষা কর্মকর্তার

১৮

বৃষ্টির দিনে ঝটপট বানিয়ে ফেলুন মাটন খিচুড়ি

১৯

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

২০
X