ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মোহামেডান-আবাহনী ও গুলশানের জয়, ফিফটির রেকর্ড ইমনের

ডিপিএলে ইনিংসের প্রথম ১৫ বলে ফিফটি করেছেন পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত
ডিপিএলে ইনিংসের প্রথম ১৫ বলে ফিফটি করেছেন পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত

ঈদের ছুটির পর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতেই দাপট দেখিয়েছে শীর্ষে থাকা আবাহনী। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচটিতে তাদের হয়ে রেকর্ড ফিফটি করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে টেবিলের দ্বিতীয়স্থান দখল করেছে মোহামেডান। তামিম ইকবালের না থাকার দিনে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেয়েছে তারা। এ ছাড়াও অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটি করে ১৭৭ রানে থামে প্রাইম ব্যাংক। একাই ৬১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। ৩.২ ওভারে মাত্র ৫ রান খরুচে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। তার স্পিন বিষে নীল হয়ে যায় প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডার। রান তাড়ায় ২০ ওভার বাকি রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। ছোট লক্ষ্য হলেও শুরুতে চাপে পড়ে ছিল মোহামেডান। প্রথম ওভারেই রান করার আগে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৩৮ রান তুলতেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর অধিনায়ক তাওহীদ হৃদয়ের ৫৭ ও মিরাজের অপরাজিত ৬৭ রানে চড়ে জয় তুলে মাঠ ছাড়ে মোহামেডান। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা।

বিকেএসপির ৩নং মাঠে ১০ উইকেটের জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিন ঘূর্ণিতে আগে ব্যাটিং করা শাইনপুকুরকে ৮৮ রানে আটকে দেয় তারা। এরপর ইমনের রেকর্ড ফিফটিতে ৬.৪ ওভারেই ম্যাচ শেষ করে আবাহনী। বিধ্বংসী ইনিংসের প্রথম ১৫ বলে ফিফটি করেন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটি। এতদিন রেকর্ডটি ছিল হাবিবুর রহমান সোহানের দখলে। চার বছর আগে লিস্ট ‘এ’ সংস্করণে ১৮ বলে ফিফটি করেছিলেন তিনি। সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ওপেনার। যা এখনো এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

বিকেএসপির ৪নং মাঠে নাঈম ইসলামের ব্যাটে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৮ রান তোলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। পরে ২ উইকেট রেখেই সেটা পেরিয়ে গেছে লিগের নবাগত দল গুলশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

গাজায় যুদ্ধবিরতির পর ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরির সুযোগ 

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

১১

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

১২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

১৩

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

১৪

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৫

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

১৬

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

১৭

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

১৮

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

১৯

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

২০
X