শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

২০ রেকর্ড গড়েও অন্ধকারে সাঁতারুরা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সংখ্যক রেকর্ড হয়েছে—তথ্যটা বাংলাদেশ সাঁতারের জন্য দারুণ আশাব্যঞ্জক হওয়ার কথা। রেকর্ড গড়ার অর্থ হলো দেশের সাঁতারুরা উন্নতির পথেই আছেন। ২০ রেকর্ড লিপিবদ্ধ হওয়ার পরও কিন্তু সে দাবি জোরালোভাবে করা যাচ্ছে না! কারণ, হাতঘড়িতে সময় নির্ধারণের মান্ধাতা পদ্ধতি সাঁতারুদের রাখছে অন্ধকারে।

এ নিয়ে হতাশা প্রকাশ করছেন সাঁতারুরা, হতাশ সাঁতার কর্মকর্তারাও। স্কোরবোর্ড স্থাপনের পর থেকেই বিকল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একাধিক উদ্যোগ নিয়েও সমস্যার সমাধান করতে পারেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও সারিয়ে তোলা যায়নি এ স্কোরবোর্ড। বাধ্য হয়েই হাতঘড়িতে সময় নির্ধারণ করতে হয়েছে ঘরোয়া সর্বোচ্চ এ প্রতিযোগিতায়।

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতার আসরে ৩৫ স্বর্ণ, ২৩ রুপা ও ১১ ব্রোঞ্জ পদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০ স্বর্ণ, ২১ রুপা ও ২৯ ব্রোঞ্জ জয় করা বাংলাদেশ সেনাবাহিনী রানার্সআপ হয়েছে। তৃতীয় স্থান পাওয়া বিকেএসপির সংগ্রহ ৪ স্বর্ণ, ৫ রুপা ও ৯ ব্রোঞ্জ পদক। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারে ৯ ইভেন্টের পাঁচটিতে জাতীয় রেকর্ড হয়েছে। নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিকে ছাপিয়ে এদিন পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন সতীর্থ কাজল মিয়া। এদিন তিনি দুটি জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের ২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভাঙেন। ৪০০ মিটার ফ্রি স্টাইলে গত বছর নিজের গড়া রেকর্ড ভাঙতে সময় নেন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড। এ নিয়ে আসরে কাজল মিয়া চারটি রেকর্ড গড়লেন।

শেষ দিনে সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরেছেন। নারী বিভাগে বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। এ ছাড়া ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার রেকর্ড গড়েন, রেকর্ড হয়েছে চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টেও।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ছয় স্বর্ণ ও এক রৌপ্য জয়ের পথে ছয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু মনোনীত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার পাঁচ স্বর্ণ ও তিন রুপা জয়ের পথে তিন রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হন। ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন একটি করে স্বর্ণ ও রুপা জিতে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান তিন স্বর্ণপদক জিতে সেরার স্বীকৃতি পেয়েছেন। ওয়াটারপোলো ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে, রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, রানার্সআপ হয়েছে বিকেএসপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়’

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

১০

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

১১

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

১২

বিএনপি-জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টার নিয়ে

১৩

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

১৪

ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

‘নজরুলের সাহিত্যকে প্রচলিত মাপকাঠিতে বিচার করা যায় না’

১৬

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৭

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

১৮

নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

১৯

‘বিএনপির প্রকৃত কর্মী আরেক কর্মীকে হুমকি দিতে পারে না’

২০
X