ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটাকে ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১৪ মিলিয়ন ডলার) জরিমানা করেছেন দেশটির এক আদালত। মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেসি সুরক্ষানীতি স্পষ্ট করা ছাড়াই তথ্য সংগ্রহের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট বুধবার (২৬ জুলাই) এ আদেশ দিয়েছেন। খবর রয়টার্সের।
আদেশে মেটার সহায়ক প্রতিষ্ঠান ফেসবুক ইসরাইল ও বর্তমানে বন্ধ অ্যাপ ওনাভোকে অস্ট্রেলিয়ান কম্পিটিশিন অ্যান্ড কনজুমার কমিশনকে (এসিসিসি) মামলার খরচ হিসাবে আরও চার লাখ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা রয়েছে।
আরও পড়ুন : মেটার বিরুদ্ধে মামলার হুমকি ইলন মাস্কের
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগ ওঠে মেটার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার তথ্য কমিশনারের অফিসের অধীনে অস্ট্রেলিয়ান ক্যামব্রিজ অ্যানালিটিকার সঙ্গে চুক্তির কারণে এখনো দেশটিতে মেটাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।
বিচারে বলা হয়েছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) কোম্পানি ওনাভোর সঙ্গে সম্পর্ক ছিল মেটার। ২০১৬ সালের শুরু থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ফেসবুক তাদের সঙ্গে ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় কাজ করার অফার দেয়। ভিপিএন মূলত একজন ব্যবহারকারীর মূল পরিচয় অস্পষ্ট করে অন্য কম্পিউটার থেকে তাকে নতুন ঠিকানা দেয়।
অস্ট্রেলিয়ান বিচারক ওয়েন্ডি আব্রাহাম রায়ে উল্লেখ করেন, ফেসবুক মূলত ওনাভোকে ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান, সময়, ফ্রিকোয়েন্সি তাদের ব্যবহৃত অন্য অ্যাপ এবং তারা কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করছে সেসব তথ্য সংগ্রহ করেছিল।
আব্রাহাম বলেন, আদালত চাইলে ফেসবুককে শত শত বিলিয়ন ডলার জরিমানা করতে পারত। কেননা অস্ট্রেলিয়ায় অ্যাপটি ২ লাখ ৭১ হাজার ২২০ বার ব্যবহৃত হয়েছিল। প্রত্যেকবারের জন্য আইনানুযায়ী ১ দশমিক এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রয়েছে। কিন্তু এমনটি করলে জরিমানাটি এক পক্ষের হয়ে যেত। বর্তমানে এ জরিমানার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।
মেটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির গত বছরে বৈশ্বিক রেভিনিউ ছিল ১১৬ বিলিয়ন ডলার। তারা ব্যবহারকারীদের তথ্য বিভ্রান্ত করেনি। তোরা গত কয়েক বছর ধরে বিভিন্ন টুলস নিয়ে আসছে যাতে করে ব্যবহারকারীর তথ্য আরো স্বচ্ছ রাখা যায়।
মন্তব্য করুন