কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গুগলের নতুন ফিচার, ঘরে বসেই দেওয়া যাবে পোশাকের ট্রায়াল

গুগলের নতুন ফিচার
ছবি : সংগৃহীত

ঘরে বসে আছেন কিন্তু খুবই দরকার দোকানে বা বাজারে গিয়ে কিছু কাপড় কেনার। কেমন হবে বলুনতো, যদি আপনাকে আর কষ্ট করে বাজারে বা দোকানে যেতে না হয়? কেমন হবে যদি ঘরে বসেই আপনি আপনার পছন্দের পোশাক ট্রায়াল দিয়ে পছন্দ করে কিনে ফেলতে পারেন?

এবার এমনই এক ফিচার নিয়ে এলো গুগল। এ নতুন ফিচারে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালি জামাকাপড় পরে দেখতে পারবেন। এই ‘ভার্চুয়াল ট্রাই-অন’ ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রায় দুই মাসের পরীক্ষামূলক ব্যবহার শেষে।

নতুন ফিচারটি ব্যবহার করে একজন ব্যবহারকারী নিজের পুরো দেহের ছবি আপলোড করে দেখতে পারবেন, নির্দিষ্ট কোনো পোশাক তার গায়ে কেমন লাগবে।

এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীকে আগে একটি পোশাকের প্রোডাক্ট পেজে গিয়ে ‘Try It On’ অপশনটি বেছে নিতে হবে। এরপর নিজের একটি শরীরের ছবি আপলোড করলে সেই পোশাকটি নিজের গায়ে কেমন দেখাবে তা ভার্চুয়ালি দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেই লুক সংরক্ষণ করতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও পারবেন।

এর আগে গুগলের ভার্চুয়াল ট্রাই-অন প্রযুক্তি ছিল, তবে সেটিতে কেবল মডেলদের দেহে পোশাক কেমন লাগে তা দেখা যেত। এবার ব্যবহারকারীরাই সরাসরি নিজের ছবিতে পোশাক পরে দেখার সুযোগ পাচ্ছেন, যা ব্যক্তিগত এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা দিচ্ছে।

বর্তমানে এটি শুধু যুক্তরাষ্ট্রে গুগল সার্চ, গুগল শপিং এবং গুগল ইমেজের মাধ্যমে বিভিন্ন পোশাকের প্রোডাক্ট ফলাফলে ব্যবহার করা যাবে।

এ উদ্যোগটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির অংশ। গত মাসে গুগল পরীক্ষামূলকভাবে ‘ডপল’ নামে একটি অ্যাপ চালু করেছিল, যা AI ব্যবহার করে বিভিন্ন পোশাক পরে কেমন লাগবে তা ভিডিও আকারেও দেখাতে পারে। গুগলের মুখপাত্র জানিয়েছেন, ভার্চুয়াল ট্রাই-অন এবং ডপল—উভয় ফিচারই একই AI প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। তবে ডপল আরও গভীরভাবে ব্যবহারকারীর স্টাইল অন্বেষণের সুযোগ দেয়।

এছাড়াও, গুগল চালু করেছে একটি হালনাগাদ ‘প্রাইস অ্যালার্ট’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের পোশাক বা পণ্যের জন্য নির্দিষ্ট মূল্য, সাইজ এবং রঙ বেছে নিয়ে অ্যালার্ট সেট করতে পারবেন।

সবশেষে, গুগল জানিয়েছে, তাদের 'ভিশন ম্যাচ' প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ছবি তৈরি করে, শপিং গ্রাফে থাকা প্রায় ৫০ বিলিয়ন প্রোডাক্টের মধ্য থেকে মিলে যাওয়া পোশাক বা পণ্য খুঁজে বের করে দেখানো হবে।

এই ফিচারগুলো গুগলের অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিকেন্দ্রিক, বাস্তবসম্মত এবং বুদ্ধিমত্তাপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী, একনজরে দেখে নিন

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিল স্পেন

‘আইটেম সং’-এ পারফর্ম করতে চান শার্লিন

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না

কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্বনির্ধারিত, নাকি কর্মের ফল?

কাতারও জানত ইসরায়েল হামলা করবে, দাবি যুক্তরাষ্ট্রের

চীন-ভারতের ওপর এবার ১০০ শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প 

শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল এখন গলার কাঁটা

আমি বরাবরই খুব ইমোশনাল: শ্রাবন্তী

১০

ডাকসুতে কে কত ভোট পেলেন?

১১

বাছাইপর্বে বিশ্বরেকর্ড ছুঁলেন রোনালদো

১২

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

১৩

প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার 

১৪

হলান্ডের পাঁচ গোলে নরওয়ের ১১ গোলের ধ্বংসযজ্ঞ

১৫

স্ত্রীর সামনে ১৭ মামলার আসামিকে গলা কেটে হত্যা

১৬

ডাকসু নির্বাচনে বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

১৭

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

১৮

কেমন ছিল জিৎ-কোয়েলের সম্পর্ক?

১৯

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের লজ্জার রেকর্ড

২০
X