বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। বিটিআরসি থেকে নাসিমকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে বিটিআরসির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানকে।
তবে তিনি নাসিমের স্থলাভিষিক্ত হবেন কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই দুই কর্মকর্তার নতুন কর্মস্থল উল্লেখ করে এক প্রজ্ঞাপন জারি করে।
জারিকৃত এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে।
মন্তব্য করুন