কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টেলিকম খাতে কর ব্যবস্থার সংস্কার চায় অপারেটররা

‘টেলিকম ট্যাক্সেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ঐ বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
‘টেলিকম ট্যাক্সেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ঐ বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

টেলিকম খাতে বিদ্যমান কর ব্যবস্থার সংস্কার চায় মোবাইল নেটওয়ার্ক অপারেটররা। বিশ্বের বিভিন্ন দেশে টেলিকম প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ধারিত কর হারের সাথে তুলনা করে প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশের কর হার প্রবৃদ্ধির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

টেলিকম খাত ও সেবায় করপোরেট কর, দ্বৈত কর, স্পেকট্রামের ওপর মূল্য সংযোজন করের (ভ্যাট) মতো বিভিন্ন করের বোঝা লাঘব করা হলে, সঞ্চিত অর্থ অবদান রাখবে জাতীয় বার্ষিক প্রবৃদ্ধি তথা জিডিপিতে।

এমন দাবিতে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে দেনদরবারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সহায়না চান মোবাইল অপারেটর এবং অপারেটরগুলোর সংগঠন অ্যামটব।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কর সংস্কারের দাবি উত্থাপিত হয়।

রোববার (৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‌‘টেলিকম ট্যাক্সেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ঐ বৈঠকে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ এবং সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। অ্যামটব মহাসচিব লে.ক. (অব.) মোহাম্মদ জুলফিকার বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনায় অ্যামটবের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে জিডিপিতে টেলিকম খাতের অবদান ১ শতাংশ। কিন্তু সরকারের রাজস্ব আয়ের ৫ শতাংশ আসে এখান থেকে। ১ শতাংশ জিডিপি অবদানের বিপরীতে উজবেকিস্তান, পাকিস্তান, কাজাখাস্তান, মালয়েশিয়া, কিরজিখিস্তান এবং থাইল্যান্ডের মতো দেশে রাজস্ব খাতে অবদান বাংলাদেশের (৫%) তুলনায় কম। মার্চেন্ট, পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত ব্যাংক, ইন্স্যুরেন্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় মোবাইল খাতের ওপর করপোরেট বেশি। তালিকাভুক্ত মোবাইল কোম্পানিকে ৪০ শতাংশ এবং অ-তালিকাভুক্ত কোম্পানিকে ৪৫ শতাংশ পর্যন্ত করপোরেট কর দিতে হয়, যা তামাকজাত প্রতিষ্ঠানের সমান। অ্যামটব এবং টেলিকম বিশেষজ্ঞরা সেমিনারে বলেন, প্রতি মুহূর্তের জন্য প্রয়োজনীয় সেবা হয়েও এই খাতের করপোরেট কর তামাকজাত প্রতিষ্ঠানের সমান বা কাছাকাছি। এমন প্রেক্ষাপটে এই খাতের কর ব্যবস্থার দাবি অপারেটর প্রতিষ্ঠান এবং অ্যামটবের, যার প্রতিফলন আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দেখার প্রত্যাশা তাদের।

অপারেটরগুলোর অনেক দাবি যৌক্তিক উল্লেখ করে সেগুলোর বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কর ব্যবস্থার সংস্কার এবং এনবিআরকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে হবে উল্লেখ করে সভায় পলক বলেন, টেলিকম খাতে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে। একই পরিমাণ অর্থ কর হিসেবে পেয়েছি। মৌলিক চাহিদাগুলো প্রধানমন্ত্রী যেখানে জনগণের দোরগোরায় পৌঁছে দিচ্ছেন, সেখানে অবদান রাখছে টেলিকম খাত। নেটওয়ার্ক অপারেটরগুলো এখন আর শুধু মোবাইল টেলিকম প্রতিষ্ঠান হিসেবে নেই, বরং ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হয়েছে। মানুষ এখন বিশেষায়িত সেবা চায়। তবে আরও প্রবৃদ্ধির জন্য একটা সুন্দর ভারসাম্য প্রয়োজন। সেই ভারসাম্য হবে নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতার মাঝে। এজন্য বিটিআরসি কে বলি, শুধু নিয়ন্ত্রক না বরং সৃজনশীল সংস্থা হিসেবে কাজ করতে হবে। তেমনি রাজস্ব বোর্ডকেও সৃজনশীল এবং স্মার্ট হতে হবে। দ্বৈত কর বাতিল করা, করের উচ্চ হারের বিষয়টি এনবিআর কে জানাব, অর্থমন্ত্রীর সাথেও বৈঠকে জানাব। কর যৌক্তিক পর্যায়ে রাখতে টেলিকম খাতের প্রতিনিধি হয়ে রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রীর সাথে আলোচনা করব।

এ সময় বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ অর্জনে প্রধানমন্ত্রীর যে লক্ষ্যমাত্রা, আমরাও তার সাথে এগিয়ে যেতে চাই। টেলিকম খাতের কর ব্যবস্থা ঢেলে সাজাতে হলে, খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসতে হবে। বর্তমান কর ব্যবস্থায় ‘রিফর্ম’ দরকার। এখানে অনেক জটিলতা ও দীর্ঘসূত্রতা আছে। সেগুলো থেকে বের হয়ে আসতে হবে।

গোলটেবিল বৈঠকে টিআরএনবি প্রেসিডেন্ট রাশেদ মেহেদির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ও অ্যামটবের প্রেসিডেন্ট ইয়াসির আজমান, বাংলালিংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, টেলিকম বিশেষজ্ঞ ও ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবিরসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১০

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১২

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৩

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৪

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৫

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৬

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

১৭

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

১৮

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

২০
X