বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় ৬ সুবিধা, যা জানেন না অনেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাৎক্ষণিক যোগাযোগের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হোয়াটসঅ্যাপ। বার্তা পাঠানো থেকে শুরু করে ভয়েস ও ভিডিও কল, সবই করা যায় মুহূর্তের মধ্যে। শুধু তাই নয়, নিরাপত্তা ও ব্যবহারকারীর সুবিধা বাড়াতে নিয়মিত নতুন ফিচার যোগ করছে মেটার এই জনপ্রিয় অ্যাপটি। তবে হোয়াটসঅ্যাপের সব সুবিধা অনেকেরই অজানা। ফলে হাতের নাগালেই থাকা অনেক প্রয়োজনীয় ফিচার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবহারকারীরা। জেনে নিন হোয়াটসঅ্যাপের এমন ৭টি চমকপ্রদ সুবিধা, যা হয়তো এখনো ব্যবহার করেননি আপনি।

১. গ্রুপ চ্যাটে জরিপ

দলগত কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো বিষয়ে পরিচিতদের মতামত জানার জন্য হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে জরিপ বা পোল পরিচালনা করা যায়। সুবিধাটি ব্যবহারের জন্য গ্রুপ চ্যাটের চ্যাট বক্সে প্রবেশ করে নিচের ডান দিকে থাকা পেপার ক্লিপ আইকনে ট্যাপের পর পোল অপশন নির্বাচন করতে হবে। পরের পৃষ্ঠায় পোলের প্রশ্ন ও উত্তরের অপশন লিখতে হবে। এরপর প্রয়োজনমতো পোলের অপশন নির্বাচন করে ডান দিকে থাকা সেন্ড আইকনে ট্যাপ করতে হবে। এর ফলে উত্তরদাতা পোলের অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানা যাবে। এবার ভিউ ভোটস অপশনে ট্যাপ করলে কতজন মতামত দিয়েছেন এবং কোন অপশন নির্বাচন করেছেন, সেগুলোর বিস্তারিত তথ্য দেখা যাবে।

২. তারিখ অনুযায়ী বার্তা খোঁজা

তারিখ অনুযায়ী বার্তা খোঁজার সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সহজেই পুরোনো বার্তা খুঁজে পাওয়া যায়। সুবিধাটি ব্যবহারের জন্য ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা ৩টি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সার্চ অপশন নির্বাচনের পর সেখানে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে নির্দিষ্ট তারিখ নির্বাচন করতে হবে।

৩. লেখার ফরম্যাট

বার্তার গুরুত্ব বোঝাতে বা আলাদা করে হাইলাইট করার জন্য হোয়াটসঅ্যাপে টেক্সট ফরম্যাটিং সুবিধা রয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে সহজেই বার্তা বোল্ড, ইটালিক বা স্ট্রাইকথ্রো ফরম্যাটে লেখা যায়। এসব ফরম্যাট ব্যবহার করলে বার্তা হয় আরও আকর্ষণীয় ও পরিষ্কার। বোল্ড করতে হলে লেখার আগে ও পরে * মার্ক দিতে হবে। ইটালিক করতে লেখার আগে ও পরে _ মার্ক এবং স্ট্রাইকথ্রো করতে লেখার আগে ও পরে ~ মার্ক দিতে হবে।

৪.নিজেকে বার্তা পাঠানো

হোয়াটসঅ্যাপে নিজের নম্বরেও বার্তা পাঠানো যায়। ফলে নোট, লিংক, বিশেষ কোনো বার্তা বা ভয়েস মেমো সরাসরি নিজের চ্যাটেই সংরক্ষণ করা সম্ভব। এই সুবিধার মাধ্যমে মূলত হোয়াটসঅ্যাপকে ব্যক্তিগত নোটপ্যাড হিসেবে ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপের সার্চ বক্সে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর টাইপ করে সহজেই বার্তা পাঠানো যাবে।

৫. ফোন নম্বর ছাড়াই ব্যবহার

অস্থায়ী একটি সিম কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করা যায়। একবার লগইন হয়ে গেলে সিমটি সরিয়ে ফেললেও অ্যাপ ব্যবহার করা সম্ভব।

৬. কাস্টম নোটিফিকেশন

কাস্টম নোটিফিকেশন সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট কোনো কনটাক্টের জন্য আলাদা রিংটোন বা নোটিফিকেশন টোন নির্ধারণ করা যায়। ফলে ফোন হাতে না নিয়েই সহজে বোঝা যাবে, কে বার্তা পাঠিয়েছে। সুবিধাটি ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যক্তির চ্যাটে প্রবেশ করে উপরে থাকা ইউজারনেম অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা নোটিফিকেশন অপশনে ট্যাপ করে প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে হবে।

সূত্র : টেকলুসিভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

১০

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

১১

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

১২

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

১৩

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৪

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

১৫

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা

১৬

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

১৭

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

১৮

দরজা আটকে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ৮ জনের

১৯

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ডিএসসিসির কর্মকর্তাদের ওপর হামলা

২০
X