কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:১৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দরকার ভীতি-সন্ত্রাস-নির্যাতনমুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ 

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)- কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাস ও সহিংসতামুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)- কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাস ও সহিংসতামুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

শুধু রাজনৈতিক দলের জন্য নয়, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীসহ সব নাগরিকের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এবং ভীতি-সন্ত্রাস-নির্যাতনমুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ দরকার।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)- কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাস ও সহিংসতামুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর এবং সঞ্চালনা করেন বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমী। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি মোট ৩১ দফা লিখিত দাবি উত্থাপন করেন বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমী।

সভাপ্রধানের বক্তব্যে নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন কেবল নিজেদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়া না হওয়া নিয়ে। সব পর্যায়ের নাগরিকদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে তারা সম্পূর্ণ নীরব। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ-আমেরিকা থেকে যেসব প্রতিনিধি দল আসছে, তারাও দুই দলের অংশগ্রহণে যাতে নির্বাচন হয় সেটাকেই গুরুত্ব দিচ্ছে। সমাজকে প্রকৃতপক্ষে যারা রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বৈষম্যের শিকার সেই ৫০ শতাংশ নারীসমাজের ইস্যুগুলো নির্বাচনে গুরুত্ব পাবে কিনা, যেমন- উত্তরাধিকারে সমান অধিকার, নির্যাতনমুক্ত জীবনযাপনের অধিকার, এ ব্যাপারে তাদের মধ্যে কোনো উচ্চবাচ্য নেই। এমনকি নাগরিক সমাজের যে অংশ নির্বাচন নিয়ে হামেশাই কথা বলেন, তারাও এ ব্যাপারে কথা বলছেন না। একটি অর্থবহ নির্বাচনের জন্য জনগোষ্ঠীর অর্ধেক অংশ নারীসমাজ, দরিদ্র, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীসহ সব নাগরিকের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হওয়া দরকার। পাশাপাশি দরকার আতঙ্ক ও ভয়ভীতিহীন, সন্ত্রাস ও সহিংসতামুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত হওয়া।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুঃখজনকভাবে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর অংশগ্রহণ বাড়ছে। এই স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতিনিয়ত স্বাধীনতার মূল চেতনা ও সংবিধান পরিপন্থি এবং নারীর সমানাধিকার বিরোধী ঘৃণ্য প্রচার চালিয়ে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজসহ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। যা সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক, মৌলিক মানবাধিকার-পরিপন্থি ও রাষ্ট্রদ্রোহিতামূলক। নির্বাচনী ব্যবস্থায় সংবিধানকে সমুন্নত রাখতে এ ধরনের ঘৃণ্য কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমী বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে সংলাপে বসলেও এখন পর্যন্ত দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে আলোচনার জন্য আহ্বান জানায়নি, যদিও নারীসমাজের পক্ষে আমরা ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রেরণ করেছি। তা ছাড়া, অচিরেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। আমরা আশা করি, ঘোষিত নির্বাচনী ইশতেহারগুলোতে নারীকে রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে গণ্য করে তাদের অগ্রযাত্রার রূপরেখা থাকবে।

এ ছাড়া নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি কয়েকটি দাবি তুলে ধরা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাসময়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। নারী, দরিদ্র এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টি ও সহায়ক নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা।

তিনি আরও বলেন, ধর্মীয় উগ্রবাদী ও জঙ্গিগোষ্ঠীর চোরাগোপ্তা হামলা এবং নাশকতার ঘটনা ঘটার সম্ভাবনা আছে এমন এলাকায় বিশেষ ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচনে নারী, দরিদ্র ও সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সব নাগরিকের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি এবং তাদের এক দিনের ভোটার নয়, বরং রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। যদি কোনো প্রার্থী/দল/গোষ্ঠী নির্বাচনী প্রচারে বা সভা-সমাবেশে নারীর প্রতি সম্মানহানিকর, নারীবিদ্বেষী, নারীর সমানাধিকার বিরোধী বা অশালীন বক্তব্য উপস্থাপন করে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা। উত্তরাধিকারে নারী-পুরুষ সমান অধিকার নিশ্চিত করা। সিডও সনদের ২ ও ১৬ (গ) ধারার সংরক্ষণ প্রত্যাহার করে এর পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। নারীর প্রতি বৈষম্যমূলক আইন পরিবর্তন করা (যেমন ধর্মভিত্তিক পারিবারিক আইন)। নারী উন্নয়ন নীতি এবং নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ (প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, মনিটরিং জোরদারকরণ)। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে পরিণত করা। দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং উল্লেখযোগ্যসংখ্যক নারীকে জাতীয় সংসদসহ সব নির্বাচনে মনোনয়ন দেওয়া। নির্বাচনপূর্ব, নির্বাচনকাল ও নির্বাচনপরবর্তী সময়ে কোথাও কোনো দল বা প্রার্থী বা তার বাহিনী কর্তৃক নারী, সংখ্যালঘু ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর কোনো নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন বা চাপ প্রয়োগের ঘটনা ঘটলে যথাসম্ভব দ্রুত গণমাধ্যমে তার সরেজমিন প্রতিবেদন উপস্থাপন করা। নাগরিকদের ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে কোনো প্রার্থীর বিপক্ষে প্রচার চালানো হলে বা কোনো প্রার্থীর পক্ষে ভোটপ্রার্থনা করা হলে কিংবা কোনো প্রার্থী কোনো জনসভায় নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার বা সংবিধানবিরোধী কোনো বক্তব্য রাখলে তথ্যপ্রমাণসহ তা প্রচার করা। রাষ্ট্রের সক্রিয় নাগরিক হিসেবে জনগণ তথা ভোটারদের ‘ভোটার এডুকেশন’-এর ব্যবস্থা করা। ভোটারগণ যাতে কোনোরকম আর্থিক লেনদেন বা ভয়ভীতি দ্বারা প্রভাবিত না হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেবল দুই প্রধান দল বা রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং সব নাগরিকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কাদের ভূমিকা সংবিধান ও জনস্বার্থ সংরক্ষণে ইতিবাচক, কাদের ভূমিকা নেতিবাচক তা টকশোসহ বিভিন্ন আলোচনায় তুলে ধরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তর্ক-বিতর্কের মধ্যেই কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

অধ্যক্ষ নিয়োগে অর্থবাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাক-ভারত সংঘাত / ভারতের শক্তির জায়গায় ধরা পড়ল দুর্বলতা

বাজেট না বাড়লে যমুনা অভিমুখে লং মার্চ : জবি শিক্ষক-শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ডা. কর্নেল (অব.) জেহাদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিবৃতি

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

রাজশাহীতে ওসির বিরুদ্ধে রাস্তায় নামল আইনজীবীরা

পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ কমেছে

জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

১০

মার্কিন-চীন বাণিজ্যেও ৯০ দিনের ‘যুদ্ধবিরতি’, শুল্ক কমানোর ঘোষণা

১১

জল্পনার অবসান ঘটালেন মানিশ গোয়েল

১২

‘আ.লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে’

১৩

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

১৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

১৫

প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

১৬

মধ্য রাতে পুড়ে ছাই ৬ বিঘা জমির পানের বরজ

১৭

কোরবানির ঈদে খেল দেখাবে ‘নাটোরের বাদশা’

১৮

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

১৯

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

২০
X