কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এখনই এই অভিযান শেষ করার সময় এসেছে। দ্রুত যুদ্ধ থামানোর নির্দেশনা না মানলে ইসরায়েলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বুধবার (১৩ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এই সতর্কবার্তা দেন।

এর আগের দিন ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। ব্লিঙ্কেন জানান, ইসরায়েল গাজায় তাদের হামলার লক্ষ্য সম্পর্কে জানিয়েছে; তারা হামাসকে দুর্বল করে ৭ অক্টোবরের হামলার জবাব দিতে চায়। কিন্তু ওয়াশিংটনের মতে, এই লক্ষ্য ইতোমধ্যেই পূর্ণ হয়েছে, তাই এখনই যুদ্ধ থামানো উচিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সহযোগিতা পেলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য সংকট থেকে বের করে আনার পথও খুঁজে বের করবে। এতে করে ইসরায়েল যেমন এই যুদ্ধে থেকে সরে আসতে পারবে, তেমনি হামাসও আগের অবস্থায় ফিরতে পারবে না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত এবং ২৪২ জন জিম্মি হয়। জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় ব্যাপক আক্রমণ চালায়, যা এখনও চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে এখন পর্যন্ত এই যুদ্ধে গাজায় ৪৩ হাজার ৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যারা খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে রয়েছেন।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশে কোনো বাধা দিচ্ছে না। তবে আটটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার মতে, গাজায় সহায়তার প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েল কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এতে গাজা উপত্যকায় খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে এবং কিছু এলাকায় দুর্ভিক্ষ আসন্ন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে দেওয়া এই সতর্কবার্তা গাজা যুদ্ধের বিষয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, দেখে নিন কবে কার ম্যাচ

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

টিভিতে আজকের যত খেলা

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১২

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া

১৩

মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প

১৪

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

১৫

৫৬০০ নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ জনের মৃত্যু

১৮

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

১৯

মা-বাবা ও স্ত্রীর নামে কসম করলে কী হয়? জানালেন বিশেষজ্ঞ আলেম

২০
X