কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে যা বললেন ব্লিঙ্কেন

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

বন্দি বিনিময়ে সম্মত হওয়ার পর এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি সাংবাদিকদের সামনে দুই দেশের সম্পর্ক তুলে ধরেন। খরব আলজাজিরার।

অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরানকে প্রতিরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে নীতিগত কোনো পরিবর্তন হয়নি। তবে দুই দেশের মাঝে বন্দি বিনিময়ের আলোচনা চলছে। এ ছাড়া ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে জেল থেকে গৃহবন্দি করার বিষয়টি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তারা এখনো ঘরে ফেরেনি। ফলে এ চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। তবে আমাদের নাগরিকরা দেশে না ফেরা পর্যন্ত আমরা থামবো না। তারা পরিবারের সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা থাকবে।

গত সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে ইরানের কারাগারে বন্দি কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক মুক্তি পাবেন। অন্যদিকে নিজেদের জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ব্যবহারের সুযোগ চায় ইরান।

ব্লিঙ্কেন বলেন, এ চুক্তি কেবল বন্দি বিনিময়ের জন্য। এখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে না। আমরা আমাদের আগের সেই ইরানকে প্রতিরোধের দৃষ্টিভঙ্গি ঠিক রাখব। এজন্য কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। এ ছাড়া ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরামাণু অস্ত্র অর্জনে বাধার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ইরান সরকারের মানবাধিকারের অপব্যবহার নিয়ে সতর্ক করেন। বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অভিযোগও করেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ইরানের সাথে এ সম্পর্কের উন্নতি বলতে কেবল বন্দিদের কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। এর সাথে আমাদের অন্য কোনো ধরনের অবস্থান পরিবর্তন হবে না। এটা কেবল আমাদের জনগণকে ফিরিয়ে আনার জন্য।

এর আগে চলতি বছরের মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওয়াশিংটনের সঙ্গে বন্দিবিনিময়ের সব প্রক্রিয়া বন্ধ বলে জানান। তবে তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, বন্দি বিনিময়ের এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ফেরত চায় ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, এর মাধ্যমে বন্দিরা যুক্তরাষ্ট্রে ফেরত আসার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১০

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১১

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১২

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৩

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৪

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৫

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৬

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৭

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৮

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৯

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

২০
X