মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়া

সপ্তাহে তিন দিন সরকারি ছুটি দিচ্ছে মন্ত্রণালয়

অফিসে প্রফুল্ল সহকর্মীরা। ছবি : সংগৃহীত
অফিসে প্রফুল্ল সহকর্মীরা। ছবি : সংগৃহীত

সপ্তাহে চার দিনের কর্মদিবস চালু করেছে ইন্দোনেশিয়ার একটি মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে সফল হওয়ার ছয় মাস পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামের এ উদ্যোগ স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এ নিয়মের অধীনে চার দিনে ৪০ ঘণ্টার কাজ করলে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন কর্মীরা।

নিয়মে বলা হয়েছে, মাসে দুইবার এমন সুবিধা নিতে পারবেন কর্মীরা। তবে যারা ৪০ ঘণ্টার কম কাজ করবেন তাদের জন্য আগের নিয়ম কার্যকর হবে। ফলে তাদের পাঁচ দিনের কর্মঘণ্টা বহাল থাকবে।

ইন্দোনেশিয়ার মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি ও তথ্যবিষয়ক উপমন্ত্রী টেডি ভরত বলেন, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করলে, তারা চাইলে চার দিনের কর্মসপ্তাহ সুবিধা নিতে পারবেন। তবে এ সুবিধা বাধ্যতামূলক নয়, বরং এটি অনুমোদনসাপেক্ষ।

প্রথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সম্পর্কিত মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এটি সফল হলে দেশব্যাপী সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। গত বছরের মার্চে পরীক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করা।

মন্ত্রণালয়ের প্রধান এরিক তোহির বলেন, তরুণ কর্মচারীদের মধ্যে ৭০ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। ফলে এটি তাদের মানসিক চাপ কমাতে সাহার্য করবে। এটি কর্মীদের অলস বানানোর জন্য নয়। যারা নির্ধারিত ৪০ ঘণ্টা কাজ করবেন তারাই কেবল অতিরিক্ত একদিনের ছুটি পাবেন।

এক জরিপে দেখা গেছে, কর্মজীবনে ভারসাম্য বজায় রাখার পক্ষে অধিকাংশ কর্মী। বিশ্বের বিভিন্ন দেশে চার দিনের কর্মসপ্তাহ জনপ্রিয় হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম ২০২২ সালে চার দিনের কর্মসপ্তাহ চালু করে। এ ছাড়া জাপানের কিছু শহরেও পরীক্ষামূলকভাবে চার দিনের কর্মসপ্তাহ চালু হয়েছে। দেশটিতে অতিরিক্ত কাজের ফলে প্রতিবছর ৫৪ কর্মী মারা যান।

২০২৪ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, স্থায়ীভাবে চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে যুক্তরাজ্যের ২০০টি কোম্পানি। এ ছাড়া কর্মীদের বেতন অপরিবর্তিত রাখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১০

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১১

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১২

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৪

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৬

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৭

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৮

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৯

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

২০
X