কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক দ্বীপেই ৯০০ ভূমিকম্প

জাপানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি সড়ক। পুরোনো ছবি
জাপানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি সড়ক। পুরোনো ছবি

এক দ্বীপের ৯০০ ভূমিকম্প! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। মাত্র দুই সপ্তাহে এতগুলো ভূমিকম্পের সাক্ষী হয়েছে একটি দ্বীপ। এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (০২ জুলাই) জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকারা দ্বীপপুঞ্জে গত প্রায় দুই সপ্তাহে ৯০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি অতীতের তুলনায় প্রায় তিনগুণ বেশি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি জাপানের সিসমিক তীব্রতা স্কেলে লোয়ার ৫-এ পৌঁছেছে। এতে উদ্বেগ বেড়েছে।

জাপান আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত মোট ৯১১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি শিন্ডো লোয়ার ৫, ১৮টি শিন্ডো ৪ এবং বাকিগুলো শিন্ডো ৩, ২ এবং ১ তীব্রতার ছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার। বুধবার বিকেল ৩টা ২৬ মিনিটে তোশিমা গ্রামে শিন্ডো লোয়ার ৫ তীব্রতায় আঘাত হানে।

আকুসেকি দ্বীপের স্থানীয় সম্প্রদায়ের প্রধান ইসামু সাকামোতো জাপান টাইমসকে জানিয়েছেন, তিনি আশঙ্কা করছেন যে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। তিনি বলেন, এতটা খারাপ হবে বলে আমি আশা করিনি। সোমবার প্রথম শিন্ডো লোয়ার ৫ ভূমিকম্পের পর ভেবেছিলাম কম্পন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনও তার কোনো শেষ দেখা যাচ্ছে না। প্রথমে একটি বড় শব্দ হয়, তারপর মাটি উল্লম্বভাবে কাঁপতে শুরু করে — এটা খুবই আতঙ্কজনক।

জেএমএর ভূমিকম্প ও সুনামি বিষয়ক কর্মকর্তা মাসাশি কিয়োমোতো বলেন, এই ভূমিকম্পের সিরিজের কারণ এখনও অস্পষ্ট। দুই বা চার বছর আগের ভূমিকম্পের তুলনায় আমরা এখন দ্বিগুণেরও বেশি ভূমিকম্প অনুভব করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও জানি না কেন এটি ঘটছে বা ভবিষ্যতে কী হবে।

এর আগে, বুধবার ভোর ৪:৩২-এ ৫.০ মাত্রার আরেকটি শিন্ডো লোয়ার ৫ ভূমিকম্প টোকারা দ্বীপপুঞ্জে রেকর্ড করা হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৬ কিলোমিটার।

কিয়োমোতো বলেন, ১০ থেকে ২০ কিলোমিটার গভীরতায় ঘটে যাওয়া অগভীর ভূমিকম্পগুলো যদি উচ্চ মাত্রায় আঘাত করে, তবে সুনামির ঝুঁকি বেশি হয়। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনগুলো ২১ জুন থেকে শুরু হয়েছে। সকাল ৫টার দিকে শিন্ডো ১-এর নিচে দুর্বল ভূমিকম্প হিসেবে এগুলো শুরু হয়, যা পৃষ্ঠে খুব কমই অনুভূত হয়েছিল। তবে, সকাল ৮টার দিকে বাসিন্দারা অনুভব করতে পারে এমন ভূমিকম্পের ঘনত্ব বাড়তে শুরু করে।

অতীতে এই দ্বীপপুঞ্জে অনুরূপ ভূমিকম্প দুবার আঘাত হেনেছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৩৪৬টি শিন্ডো ১ বা তার বেশি তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, এবং ২০২১ সালের ডিসেম্বরে ৩০৮টি কম্পন রেকর্ড করা হয়, যার মধ্যে আকুসেকি দ্বীপে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প শিন্ডো আপার ৫ তীব্রতায় পৌঁছেছিল।

তোশিমা গ্রাম হলের ওয়েবসাইট অনুসারে, ৩০ জুন পর্যন্ত টোকারা দ্বীপপুঞ্জের ৭টি বসবাসযোগ্য দ্বীপের মোট জনসংখ্যা ছিল ৬৬৮ জন। এরমধ্যে আকুসেকি দ্বীপে ৮৯ জন বাসিন্দা রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

১০

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

১১

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

১২

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

১৩

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

১৪

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

১৫

স্বর্ণের দাম আরও কমলো

১৬

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

১৭

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

১৮

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

১৯

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

২০
X