কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক দ্বীপেই ৯০০ ভূমিকম্প

জাপানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি সড়ক। পুরোনো ছবি
জাপানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি সড়ক। পুরোনো ছবি

এক দ্বীপের ৯০০ ভূমিকম্প! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। মাত্র দুই সপ্তাহে এতগুলো ভূমিকম্পের সাক্ষী হয়েছে একটি দ্বীপ। এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (০২ জুলাই) জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকারা দ্বীপপুঞ্জে গত প্রায় দুই সপ্তাহে ৯০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি অতীতের তুলনায় প্রায় তিনগুণ বেশি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি জাপানের সিসমিক তীব্রতা স্কেলে লোয়ার ৫-এ পৌঁছেছে। এতে উদ্বেগ বেড়েছে।

জাপান আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত মোট ৯১১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি শিন্ডো লোয়ার ৫, ১৮টি শিন্ডো ৪ এবং বাকিগুলো শিন্ডো ৩, ২ এবং ১ তীব্রতার ছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার। বুধবার বিকেল ৩টা ২৬ মিনিটে তোশিমা গ্রামে শিন্ডো লোয়ার ৫ তীব্রতায় আঘাত হানে।

আকুসেকি দ্বীপের স্থানীয় সম্প্রদায়ের প্রধান ইসামু সাকামোতো জাপান টাইমসকে জানিয়েছেন, তিনি আশঙ্কা করছেন যে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। তিনি বলেন, এতটা খারাপ হবে বলে আমি আশা করিনি। সোমবার প্রথম শিন্ডো লোয়ার ৫ ভূমিকম্পের পর ভেবেছিলাম কম্পন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনও তার কোনো শেষ দেখা যাচ্ছে না। প্রথমে একটি বড় শব্দ হয়, তারপর মাটি উল্লম্বভাবে কাঁপতে শুরু করে — এটা খুবই আতঙ্কজনক।

জেএমএর ভূমিকম্প ও সুনামি বিষয়ক কর্মকর্তা মাসাশি কিয়োমোতো বলেন, এই ভূমিকম্পের সিরিজের কারণ এখনও অস্পষ্ট। দুই বা চার বছর আগের ভূমিকম্পের তুলনায় আমরা এখন দ্বিগুণেরও বেশি ভূমিকম্প অনুভব করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও জানি না কেন এটি ঘটছে বা ভবিষ্যতে কী হবে।

এর আগে, বুধবার ভোর ৪:৩২-এ ৫.০ মাত্রার আরেকটি শিন্ডো লোয়ার ৫ ভূমিকম্প টোকারা দ্বীপপুঞ্জে রেকর্ড করা হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৬ কিলোমিটার।

কিয়োমোতো বলেন, ১০ থেকে ২০ কিলোমিটার গভীরতায় ঘটে যাওয়া অগভীর ভূমিকম্পগুলো যদি উচ্চ মাত্রায় আঘাত করে, তবে সুনামির ঝুঁকি বেশি হয়। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনগুলো ২১ জুন থেকে শুরু হয়েছে। সকাল ৫টার দিকে শিন্ডো ১-এর নিচে দুর্বল ভূমিকম্প হিসেবে এগুলো শুরু হয়, যা পৃষ্ঠে খুব কমই অনুভূত হয়েছিল। তবে, সকাল ৮টার দিকে বাসিন্দারা অনুভব করতে পারে এমন ভূমিকম্পের ঘনত্ব বাড়তে শুরু করে।

অতীতে এই দ্বীপপুঞ্জে অনুরূপ ভূমিকম্প দুবার আঘাত হেনেছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে ৩৪৬টি শিন্ডো ১ বা তার বেশি তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, এবং ২০২১ সালের ডিসেম্বরে ৩০৮টি কম্পন রেকর্ড করা হয়, যার মধ্যে আকুসেকি দ্বীপে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প শিন্ডো আপার ৫ তীব্রতায় পৌঁছেছিল।

তোশিমা গ্রাম হলের ওয়েবসাইট অনুসারে, ৩০ জুন পর্যন্ত টোকারা দ্বীপপুঞ্জের ৭টি বসবাসযোগ্য দ্বীপের মোট জনসংখ্যা ছিল ৬৬৮ জন। এরমধ্যে আকুসেকি দ্বীপে ৮৯ জন বাসিন্দা রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ মটরস

কম দামে দুধ বিক্রি করে আলোচনায় খামারি জামান

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

জাতিসংঘ ফেলোশিপে ১০ নারীর মধ্যে স্থান পেলেন বাকৃবির মারজানা

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

১০

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

১১

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

১২

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

১৩

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

১৪

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

১৫

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৬

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

১৭

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

১৮

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১৯

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

২০
X