শত্রুদের সতর্কবার্তা দিতে কৃত্রিম ‘কৌশলগত পারমাণবিক হামলার’ মহড়া করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) এই মহাড়ায় দূরপাল্লার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশ।
আজ রোববার (৩ সেপ্টেম্বর) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কেসিএনএ জানিয়েছে, গতকাল শনিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। পারমাণবিক যুদ্ধ নিয়ে পিয়ংইয়ং প্রস্তুত, শত্রুদের এই সতর্কবার্তা দিতেই এ মহড়া। একই সঙ্গে ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে সামরিক সক্ষমতা জোরদারের অঙ্গীকার করেছে পিয়ংইয়ং।
গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ১১ দিনের যৌথ বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া শেষ হয়েছে। উলচি ফ্রিডম শিল্ড নামের এই মহড়ার শেষের কয়েক দিন পরই এই পারমাণবিক হামলার মহড়া চালাল উত্তর কোরিয়া।
দক্ষিণের এই মহড়ার লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানো।
তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, এসব মহড়ার নামে তাদের দেশে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
এদিকে আরেক বিবৃতেতে পিয়ংইয়ংয়ের নৌশক্তি বাড়াতে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান পুকজং মেশিন কমপ্লেক্স এবং একটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন কিম।
বিবৃতিতে বলা হয়, পুকজং মেশিন কমপ্লেক্স আধুনিকীকরণ এবং জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকের কথা জানিয়েছেন কিম জং উন। তবে উত্তরের প্রেসিডেন্ট ঠিক কবে, কখন এই পরিদর্শন করেন, তা জানায়নি কেসিএনএ।
মন্তব্য করুন