কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০

হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক। ছবি : সংগৃহীত
হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে গাজার রাফা শহরের মিশরীয় সীমান্তের দক্ষিণে প্রায় এক লাখের অধিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানকার বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে হামলা চালানো হলে ১৪ জন নিহত ছাড়াও অনেকে আহত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, গাজার মধ্য উপত্যকার আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বিমান হামলা চালানো হয়। সেখানে অন্তত আরও ছয়জন নিহত হয়েছে বলে বলে জানা গেছে।

গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজার একটি শহর দেইর আল-বালাহতে বজ্রপাতের সঙ্গে রয়েছে বিস্ফোরণের শব্দ। বৃষ্টি বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তা শাবান আবদেল-রউফ একটি চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলেছেন, অবস্থা এমন যে বজ্রপাত এবং বোমা হামলার শব্দের মধ্যে পার্থক্য করতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা এক সময় বৃষ্টির জন্য অপেক্ষা করতাম এবং দেরি হলে স্রষ্টার কাছে প্রার্থনা করতাম। অথচ আজ আমরা প্রার্থনা করি যাতে বৃষ্টি না হয়। কারণ বৃষ্টি হলে বাস্তুচ্যুত মানুষের অনেক কষ্ট হবে।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সোমবার (১৮ মার্চ) কাতারে ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য আলোচনা আবার শুরু হওয়ার কথা ছিল। আমরা কাতার থেকে সুসংবাদের অপেক্ষায় আছি। কি হবে এবার? শুধু কি একটি চুক্তি সীল? নাকি অন্য কিছু! গাজায় দুই লাখের বেশি মানুষ তার জন্য অপেক্ষা করে আছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের ৭ মাস অতিবাহিত হতে চলছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা প্রথমে ইসরায়েলে হামলা চালায়। এতে ইসরায়েলের অন্তত ১২শ লোক নিহত হয় এবং ২৫৩ জন ইসরায়েলকে জিম্মি করে হামাস। তারপর থেকে ইসরায়েলের আক্রমণে অন্তত ৩১ হাজরেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১০

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১১

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১২

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৩

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৫

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৬

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৭

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৮

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৯

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

২০
X