পবিত্র কোরআন অবমাননা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ইরান।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার সুইডেনে কোরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটে।
সুইডেনের রাজধানী স্টোকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে সালওয়ান মোমিক নামে দেশটিতে আশ্রয় নেওয়া এক ইরাকি শরণার্থী কোরআন অবমাননা করে। এ সময় পুলিশ তাকে নিরাপত্তা দেয়।
চিঠিতে আমির আব্দুল্লাহিয়ান বলেন, সুইডেনে কোরআন অবমাননায় বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে প্রচণ্ড আঘাত লেগেছে। কেবল মুসলমান নয়, প্রতিটি ঐশী ধর্মের অনুসারীরা কোরআন অবমাননায় কষ্ট পেয়েছে।
জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। চিঠিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, বাকস্বাধীনতার অজুহাতে এমন অবমাননাকর কর্ম চলতে থাকলে তা মুসলিম বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে। যার ফল কারও জন্য ভালো হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র : পার্সটুডে
মন্তব্য করুন