

মস্কোর কাছে রিয়াজান অঞ্চলের একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভে রাশিয়ার হামলায় সাতজন নিহত হওয়ার এক দিন পর শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। খবর এএফপির
ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর প্রচেষ্টার অংশ।
রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংসাবশেষ পড়ে একটি বাণিজ্যিক এলাকায় আগুন লেগেছে, তবে কেউ আহত হয়নি।
অন্যদিকে দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। খেরসনে তিনজন ও জাপোরিঝিয়ায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য করুন