

ইস্তাম্বুলে সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ায় তুর্কি-জার্মান এক পরিবারের মা ও দুই শিশু মারা গেছে। এ ঘটনার পর ফাতিহ এলাকায় অবস্থিত হোটেলটি শনিবার খালি করা হয়েছে। হোটেলের সব অতিথিকে অন্য হোটেলে স্থানান্তর করা হয়েছে। তবে হোটেলটির নাম প্রকাশ করা হয়নি।
পরিবারটি বুধবার অসুস্থ হয়ে পড়েছিল। জানা গেছে, অসুস্থ হওয়ার আগে তারা বসফরাস সেতুর কাছে অবস্থিত জনপ্রিয় স্ট্রিটফুড খেয়েছিল। হাসপাতালে নেওয়ার পর ছয় ও তিন বছর বয়সী দুই শিশু বৃহস্পতিবার মারা যায়, আর তাদের মা একদিন পর মৃত্যুবরণ করেন। বাবা এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের নিচতলায় সম্প্রতি কীটনাশক স্প্রে করা হয়েছিল। এ ঘটনায় হোটেলের এক কর্মী ও দুই পেস্ট কন্ট্রোল কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
পরিবারটি স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করলেও তারা ছুটিতে ইস্তাম্বুলে আসেছিল। হাসপাতালে নেওয়া অন্য দুই পর্যটকেরও বমি ও বমিভাব উপসর্গ দেখা গেছে।
মন্তব্য করুন