

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৬ নভেম্বর) ডিবির পাঠানো এক খুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিবির পাঠানো বার্তায় জানানো হয়, রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন এবং এসব কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি প্রতিহত করতে গোয়েন্দা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন