

ঢাকার সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে রাজ ফুলবাড়িয়া স্ট্যান্ডের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকার ইউটার্নে পার্কিং করা আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
বাসের মালিক ও সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে যাত্রী পরিবহন শেষে ইতিহাস পরিবহনের বাসটি রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পাশে পার্কিং করে বাসায় যান চালক ও সহকারী। তখন বাসের দরজায় তালা দেওয়া ছিল। পরে রাত প্রায় সাড়ে ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে আগুনের খবর পেয়ে চালকসহ বাস মালিক ঘটনাস্থলে পৌঁছান এবং পানির বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস মালিক মো. এনামুল হক বলেন, আমাদের ধারণা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এমন একটি ওষুধ ব্যবহার করেছে যা ছুড়ে দিলে মিনিটেই আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস না এলে পুরো বাসই পুড়ে যেত।
গেন্ডা এলাকায় পার্কিং করা বাসের চালক মো. সেলিম বলেন, গাড়ির সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পেছনের দিকের আগুনের তাপে ঘুম ভেঙে গেলে চিৎকার করতে করতে বের হয়ে আসি। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। একটি ইউনিট দিয়েই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগুনে বাসটির আসন ও ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি অগ্নিসংযোগের ঘটনা। কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন