দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা কৃষ্ণ সাগরের শস্য চুক্তি ও আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
আজ শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এবাবের ব্রিকস শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে পুতিনের যোগদান নিয়ে বিব্রতকর পরিস্থিতিতি পড়েছেন রামাফোসা। কেননা ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আইসিসির নিয়ম অনুযায়ী, যে ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে ব্যক্তি যদি সংস্থাটির কোনো সদস্য দেশের ভূখণ্ডে পা রাখেন তাহলে তাকে ওই দেশ গ্রেপ্তার করতে বাধ্য। দক্ষিণ আফ্রিকার এ সংস্থার সদস্য।
তবে পুতিন এ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন কি না, তা এখনো জানায়নি ক্রেমলিন। রামাফোসা পুতিনকে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি ক্রেমলিন।
এ দিকে ফোনালাপ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি রিডআউট দেওয়া হয়েছে। তবে সেখানে ব্রিকসের সম্মেলন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
মন্তব্য করুন