বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সময় শেষ, এক দিন আগেই বার্তা পায় ভারত

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে অস্থিরতা কমানে সংকট মোকাবিলায় রোববার নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ডেকেছিলেন শেখ হাসিনা। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরানোর বিষয়টি মানতে চাচ্ছিলেন না। কয়েক ঘণ্টার মধ্যে যে জনস্রোতে তিনি ভেসে যাবেন, তার এ বিদায় সম্পর্কে খুব কম লোকই অনুমান করতে পেরেছিলেন।

নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলেও শেষ মুহূর্তে পবিরারের ঘনিষ্ঠজনদের পরামর্শে দেশ ছাড়েন তিনি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে এ তথ্য জানান।

শেখ হাসিনা দেশ ছাড়ার কিছু সময়ের মধ্যে তার বাসভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এর আগে রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। এতে তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।

জুলাই মাসে শুরু হওয়া বিক্ষোভের কারণে শেখ হাসিনার ওপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এ সহিংসতায় প্রাণ হারান কয়েকশ মানুষ। এরমধ্যে শুধু রোববার এক দিনে অন্তত ৯০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগ বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তারা প্রাণ হারান। এ ছাড়া এ সময়ে জনতার হাতেও পুলিশের প্রাণহানির ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ‘দুটি বিকল্প’ খোলা রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার সময়েও শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা এতে রাজি হননি। রোববার সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে মাঠপর্যায়ের সেনা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া পর বিষয়টি বুঝতে পারেন।

একাধিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না বলে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন। তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা জানান।

অন্যদিকে পুলিশের কর্মকর্তাদের অভিযোগ, তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। বিষয়টি তখন প্রকাশ না পেলেও পরে সামনে আসে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, আমরা শুনেছি পুলিশের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। তারা ক্লান্ত হয়ে পড়েছিল। শেখ হাসিনা তাদের এ বিষয়টি শোনেননি। এ ছাড়া তখন কেউই সামনে বসে তার সঙ্গে দ্বিমত করতে রাজি ছিলেন না।

পরিস্থিতি উপেক্ষা করে বৈঠকের পর শেখ হাসিনা তার বার্তা দেন। তিনি আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। তিনি জনগণের প্রতি ‘অগ্নিসংযোগকারীদের’ প্রতিরোধের আহ্বান জানান।

আন্দোলনকারীদের এমন পরিস্থিতির মুখে নিরাপত্তা বাহিনীর আশঙ্কা ছিল, তাদের হাত ধরে শিগগিরই দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। রোববারের সহিংসতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরও ক্ষোভ বাড়তে থাকে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে ঢাকামুখী লংমার্চ একদিন এগিয়ে আনার ঘোষণা দেন। এই ঘোষণায় কর্তৃপক্ষ বিস্মিত হয়ে যায়।

গোয়েন্দাদের তথ্যমতে, ছাত্রদের দাবি মানুষকে আকৃষ্ট করছে। পরের দিন হাজারো মানুষ রাজপথে নামার বিষয়টিও গোয়েন্দারা অভিহিত করেন। ফলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলে আরেকটি রক্তপাত ঘটার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন।

গত মঙ্গলবার বিবিসিকে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার মা মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। আমাদের তাকে রাজি করাতে হয়েছিল। গত শনিবার সন্ধ্যা থেকেই পদত্যাগ করার কথা ভাবতে শুরু করেছিলেন।

জয় বলেন, ‘আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করেছিলাম। আমরা তাকে অনুরোধ করে বলেছিলাম, এই জনতা উচ্ছৃঙ্খল, তারা সহিংসতার জন্য বেরিয়েছে, তারা তোমাকে হত্যা করবে। তোমাকে নিরাপদে নিয়ে যাওয়া দরকার আমাদের। সেখানে জনতার পৌঁছাতে যতটা সময় লেগেছিল, তার হাতে ততটাই সময় ছিল। তারা কোনো প্রস্তুতি ছাড়াই বেরিয়ে যান।’

সূত্র জানায়, দিল্লিতে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সোমবার সকালে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের অনুরোধ জানাতে যোগাযোগ করেন। ভারতের দিক থেকে তাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।

জানা যায়, ওয়াশিংটন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক দিন আগে জানিয়ে দেয়, শেখ হাসিনার সময় শেষ। তার সামনে আর কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১০

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১১

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১২

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৪

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৫

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৬

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৭

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৯

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

২০
X