কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : দ্য হিন্দু থেকে নেওয়া
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : দ্য হিন্দু থেকে নেওয়া

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারত সরকার কোনো সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

একইসঙ্গে তিনি আরও বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ জনগণের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানায় বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিশ্রি এ কথা বলেন।

উল্লেখ্য, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ভারতের লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর।

মিশ্রি বলেন, ‘ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি।’

তিনি আরও যোগ করেন, ভারত ঐতিহ্যগতভাবে তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে থাকে।

এ ছাড়া, মিশ্রি তার বক্তব্যে সাফ জানান, বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে। তবে এটি কোনো একক রাজনৈতিক দল বা সরকারের প্রতি পক্ষপাতিত্ব নয়।

বিক্রম মিশ্রির এই বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, শেখ হাসিনা সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, যে তারা শেখ হাসিনা ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং সমর্থন করে না। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি পক্ষপাতিত্ব বা হস্তক্ষেপ করতে চায় না।

এর আগে নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে এ ব্রিফিং চলে। এতে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফ্রিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েক সংসদ সদস্য জানতে চেয়েছেন, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন।

বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর।

তিনি জানান, ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সফর নিয়ে পররাষ্ট্র সচিব আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন। কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু

বাংলাদেশে শুরু হলো দ্বিতীয় আইসিএফপি সম্মেলন

মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রকাশ

১০

ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সাদিক কায়েমের পোস্ট

১১

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

১২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

১৪

ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৫

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

১৬

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

১৭

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

১৮

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

১৯

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

২০
X