কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : দ্য হিন্দু থেকে নেওয়া
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : দ্য হিন্দু থেকে নেওয়া

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারত সরকার কোনো সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

একইসঙ্গে তিনি আরও বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ জনগণের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানায় বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিশ্রি এ কথা বলেন।

উল্লেখ্য, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ভারতের লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর।

মিশ্রি বলেন, ‘ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি।’

তিনি আরও যোগ করেন, ভারত ঐতিহ্যগতভাবে তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে থাকে।

এ ছাড়া, মিশ্রি তার বক্তব্যে সাফ জানান, বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে। তবে এটি কোনো একক রাজনৈতিক দল বা সরকারের প্রতি পক্ষপাতিত্ব নয়।

বিক্রম মিশ্রির এই বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, শেখ হাসিনা সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, যে তারা শেখ হাসিনা ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং সমর্থন করে না। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি পক্ষপাতিত্ব বা হস্তক্ষেপ করতে চায় না।

এর আগে নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে এ ব্রিফিং চলে। এতে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফ্রিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েক সংসদ সদস্য জানতে চেয়েছেন, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন।

বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর।

তিনি জানান, ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সফর নিয়ে পররাষ্ট্র সচিব আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন। কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১০

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১১

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১২

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৩

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৪

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৫

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৬

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৭

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৮

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

১৯

টিভিতে আজকের খেলা

২০
X