কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সফরে মোদির নজর কোন দিকে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। ক্ষমতায় এসেই অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন তিনি। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সফরে তার লক্ষ্য থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে মোদি ট্রাম্পের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং শুল্ক ও অভিবাসন নীতির বিষয়ে ট্রাম্পের রোষ এড়াতে চেষ্টা করবেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের পর তারা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন মোদি। এবারের সফরের আগেই ভারত ট্রাম্পকে সন্তুষ্ট করতে দ্রুত শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে। হারলে-ডেভিডসনের মতো আমেরিকান মোটরসাইকেল কোম্পানিগুলোর জন্য উচ্চমূল্যের মোটরসাইকেলের উপর শুল্ক হ্রাস করেছে ভারত।

ক্ষমতায় আসার প্র কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন শুরু করেছেন ট্রাম্প। গত সপ্তাহে অবৈধ অভিবাসীদের শেকল পরিয়ে ভারতে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে ভারত ইতোমধ্যে অবৈধ অভিবাসন বন্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে।

ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রি গত সপ্তাহে বলেন, দুই নেতার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এখনও পর্যন্ত দীর্ঘদিন ধরে চাওয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে কোনো অগ্রগতি হয়নি। নভেম্বরে ট্রাম্পের নির্বাচনী জয়ের পর মোদি প্রথম দিকেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন।

গত তিন দশক ধরে আমেরিকার প্রেসিডেন্টরা ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে অগ্রাধিকার দিয়েছেন। চীনের উত্থানের মুখে ভারতকে একটি প্রাকৃতিক মিত্র হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে, ট্রাম্প বাণিজ্য নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিকে তিনি সবচেয়ে বড় শুল্ক অপব্যবহারকারী বলে অভিহিত করেছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক লিসা কার্টিস বলেন, মোদি এই বৈঠকের জন্য প্রস্তুত হয়েছেন এবং ট্রাম্পের রোষ এড়াতে চাইছেন।

এদিকে, মোদি ট্রাম্পের প্রথম মেয়াদে তার সাথে সম্পর্ক গড়তে সক্রিয় ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মোদি ট্রাম্পকে তার রাজ্য গুজরাটে ১ লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে আমন্ত্রণ জানান। চলতি বছরের শেষের দিকে ট্রাম্প কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফর করতে পারেন। কোয়াড হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের চারপক্ষীয় জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দলের সঙ্গে বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা অটোচালকের, অতঃপর...

আ.লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধের দাবি

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

জোতার ২১ নম্বর জার্সি পেলেন বন্ধু নেভেস

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি, পাবেন বিভিন্ন সুবিধা

এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

১০

ডিভোর্স লেটার পেয়ে যুবকের কাণ্ড

১১

নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১২

থ্রি-কোয়ার্টার হাতাবিশিষ্ট জামা পরে নামাজ আদায় করলে কি সহিহ হবে?

১৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

১৪

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

১৫

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

১৬

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

১৭

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

১৮

কুমিল্লা মহাসড়ক অবরোধ

১৯

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

২০
X