কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-ভারতের কতটি যুদ্ধ হয়েছে, কারা জিতেছে?

পাকিস্তান-ভারত যুদ্ধ। ছবি : সংগৃহীত
পাকিস্তান-ভারত যুদ্ধ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের দীর্ঘ আর রক্তক্ষয়ী ইতিহাসে বহুবার যুদ্ধের দামামা বেজেছে। কখনো ধর্মকে পুঁজি করে, কখনো বা অভ্যন্তরীণ কোন্দলে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। কাশ্মীর উপত্যকার বরফঢাকা পর্বত থেকে শুরু করে মরুভূমির উত্তপ্ত বালুকা পর্যন্ত, বহুবার এই দুই দেশের সীমান্ত রক্তে রঞ্জিত হয়েছে। কখনো তা ছিল আকস্মিক আক্রমণ, কখনো সীমান্ত রক্ষার মরিয়া প্রচেষ্টা, আবার কখনো আদর্শের লড়াই।

প্রশ্ন থেকেই যায় তাহলে এখনো পর্যন্ত ভারত-পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে। আর এই যুদ্ধে কারাইবা জয়ী হয়েছে? এ নিয়েই আজকের প্রতিবেদন।

ভারত ভাগের পর, ১৯৪৭ সালে পাকিস্তান-ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয়। মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায়। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে, পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চল দুটির ওপর নিয়ন্ত্রণ লাভ করে।

১৯৫৬ সালে এ দ্বন্দ্বের সূচনা হয়। ১৯৬৫ সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্তরক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। পরবর্তীতে উভয় দেশই ‘কচ্ছ’ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়ে থাকলেও পরে উভয় দেশের সশস্ত্রবাহিনীও যোগদান করে।

১৯৬৫ সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান। তিনি বিরোধটির নিষ্পত্তির জন্য ১৯৬৮ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যেখানে পাকিস্তান কচ্ছ অঞ্চলের ৩,৫০০ বর্গকিলোমিটারের মধ্যে মাত্র ৩৫০ বর্গকিলোমিটার ভূমির অধিকার পায়।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধ ভারত-পাকিস্তানের আগের যুদ্ধগুলোর মতো রক্তক্ষয়ী ছিল না। কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে এ যুদ্ধ শুরু হয়। শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারত-পাকিস্তানের সেনাসদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ত্যাগ করে। কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তানপন্থি কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে। জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ২ মাসের মাথায় এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

এসব যুদ্ধ-সংঘাতের বাইরেও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত যতগুলো সংঘাত বা যুদ্ধের ঘটনা ঘটেছে তার প্রায় সবই ঘটেছে কাশ্মীরকে কেন্দ্র করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১০

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১১

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১২

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৩

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৪

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৫

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

১৬

এবার ভারতের পানিতে ডুববে পাকিস্তান!

১৭

চীন থেকে দুই জাহাজ কিনছে সরকার

১৮

ধারের টাকা শোধ না করায় এসপির পদাবনতি

১৯

রদ্রিগোর বিস্ফোরক মন্তব্যে রিয়াল মাদ্রিদে ঝড়!

২০
X