কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্পর্ক বিচ্ছিন্ন করায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে পুড়িয়ে মেরেছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাগের মাথায় সম্পর্ক ছেদ করে প্রেমিকা নিজের বাড়িতে চলে যাওয়ায় এ কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই তরুণী হলেন বনজাক্ষী। ২৬ বছর বয়সী এই তরুণী রোববার (৩১ আগস্ট) গাড়ি ভাড়া করে এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন। ভারতের বেঙ্গালুরু শহরের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বোঝার আগে পুরো গাড়িতে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। ভয়ে চালকসহ দুই যাত্রী দরজা খুলে পালাতে যান। এ সময় তরুণীর পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন তরুণীকে। তারপর তার সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এত অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচারীরা। ভারতের বেঙ্গলুরুর এক রাস্তায় এমন বীভৎসকাণ্ড ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবজারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের গাড়িতে দৌড়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে ওই যুবক। এ সময় বাঁচার জন্য চালকসহ তিনজন গাড়ি থেকে নেমে অন্যত্র দৌড়াতে থাকেন। কিন্তু শেষ রক্ষা হলো না তরুণীর। তার পিছু নেয় ওই যুবক। রাস্তার মাঝেই ওই তরুণীর আগে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

পরবর্তীতে অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় ছোটোছুটি করলে ট্রাফিক পুলিশ পথচারীদের সহযোগিতায় ওই তরুণীর গায়ের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত ওই যুবকের নাম পরিচয় বের করেছে পুলিশ। তার নাম বিঠল। প্রেমিকা বনজাক্ষীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে বাস করে আসছিলেন ওই তরুণ। পুলিশ জানিয়েছে, ঝগড়া করে কিছু দিন আলাদা থাকছিলেন তারা। এরপর ব্যক্তিগত রোষে তরুণীকে ওই যুবক জ্যান্ত পুড়িয়ে মেরেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বনজাক্ষী ও বিঠল দীর্ঘদিন ধরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। বিঠল পেশায় গাড়িচালক হলেও ব্যাপক মদের নেশা ছিল। এ নিয়ে প্রেমিকার সঙ্গে অশান্তি দেখা দেয়। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

এলপিজির নতুন দাম নির্ধারণ

মেসির অবসরের জন্য কেউ প্রস্তুত নয়, দাবি সাবেক সতীর্থের

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএর একাডেমিক প্রোগ্রামে যোগদান

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

১০

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

১১

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত নেই ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের

১২

চোখের সামনেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

১৩

বাকৃবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ও ব্যাংকে তালা

১৪

দল বদলের শেষ দিনে যা ঘটেছিল এমি মার্টিনেজের সাথে

১৫

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১৬

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

১৭

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় 

১৮

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে টাকের ঝুঁকি

১৯

উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত

২০
X