ইউরোপের অন্যতম দেশ স্পেন এখন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। বিশ্বের কোনো জায়গা থেকে সেখানে বিনিয়োগ হলে তারা খুশি হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে বিনোয়োগ আনতে যাননি, বিভিন্ন জায়গায় যে টাকা পাচার হয়েছে সেই টাকা রাখার জায়গা খুঁজতে গেছেন। ভারতের পশ্চিমবঙ্গের ধর্মতলায় সিপিএমের ছাত্র-যুব সংগঠনের সমাবেশের মঞ্চ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে এভাবেই তীব্র আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
এদিন ‘দাবি দিবস’ উপলক্ষে কলকাতার ধর্মতলায় সিপিএমের ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই এক সমাবেশের আয়োজন করে। পুলিশি অনুমতি না থাকলেও নির্ধারিত স্থানে সভা অনুষ্ঠিত হয়। তবে সমাবেশে কেনো বাধা দেয়নি পুলিশ।
সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করা হয়। বর্তমানে ১২ দিনের বিদেশ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা। মমতার বিদেশ সফর নিয়ে মোহাম্মদ সেলিম বলেন, ‘বিনিয়োগ আনতে শিল্পমন্ত্রী নেই। আসলে পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষাসহ বিভিন্ন জায়গা থেকে তারা যে টাকা তুলেছে সেই টাকা পাচারের নতুন জায়গা খোঁজা হচ্ছে, এটাই পরিষ্কার কথা। তিনি বলেন, রাজ্যের বা দেশের প্রধান কোনো কারণে দীর্ঘদিন বাইরে থাকলে সিনিয়র মন্ত্রীদের হাতে দায়িত্ব দিয়ে যান । কিন্তু ভাতিজা যেহেতু মন্ত্রী নয় তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্ত্রীর ওপর সেই দায়িত্ব ছেড়ে যাননি।
বর্তমানে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিনিয়োগ, ফুটবলের উন্নতি ও সংস্কৃতির আদান প্রদান করতেই তার এ সফর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন