মো. আবুল কালাম আজাদ, কলকাতা থেকে ফিরে
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার বেকার হোস্টেল

কলকাতার বেকার হোস্টেল। ছবি : কালবেলা
কলকাতার বেকার হোস্টেল। ছবি : কালবেলা

যেই হোস্টেলে থাকাকালীন বঙ্গবন্ধুর সত্যিকারের রাজনৈতিক বিকাশ হয়েছিল বলে মনে করা হয়। যেখানে থাকাকালীন বঙ্গবন্ধু ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেই হোস্টেলে মুসলিম লীগের সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পাকিস্তান আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু। কলকাতায় হিন্দু মুসলিম ভয়াবহ দাঙ্গা চলাকালীন উত্তাল দিনগুলো বঙ্গবন্ধু যে হোস্টেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বারবার যেই হোস্টেলের গল্প উঠে এসেছে। সেই বেকার হোস্টেল আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বেকার হোস্টেলের ভিতরের দৃশ্য এটি। ছবি : কালবেলা

কলকাতায় মুসলিম ছাত্রদের জন্য ১৮৯৬ সালে নির্মিত টেইলর হোস্টেলের চারপাশের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থার কারণে ১৯০৮ সালে নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য আন্দোলন হয়। এর ফলে কলকাতায় বেকার হোস্টেল নির্মাণ করা হয়। বেকার হোস্টেল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি সরকারি ছাত্রাবাস। ছাত্রাবাসটি ব্রিটিশ শাসনামলে ১৯১০ সালে এডওয়ার্ড নরম্যান বেকার প্রতিষ্ঠা করেন। ছাত্রাবাসটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৮, স্মিথ লেনে অবস্থিত।

বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশের মানুষের কাছে এই ছাত্রাবাসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বড় একটি অধ্যায় রচিত হয়েছিল কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজের এই হোস্টেলে। বর্তমানে কলেজটির নাম মৌলানা আজাদ কলেজ।

১৯৪২ সালে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে তিনি বেকার হোস্টেলে আবাসিক ছাত্র হিসেবে থাকা শুরু করেন। তিনি ১৯৪৫ এবং ১৯৪৬ সাল নাগাদ ইসলামিয়া কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পরপর দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইসলামিয়া কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সাল থেকে তৎকালীন ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের তৃতীয় তলায় উত্তর-পশ্চিম কর্নারের ২৪ নম্বর কক্ষে থাকতেন। বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ২৪ নম্বর কক্ষের সঙ্গে ২৩ নম্বর কক্ষটি সংযুক্ত করে ‘বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ’ করার উদ্যোগ নেন। ১৯৯৮ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী বঙ্গবন্ধু স্মৃতি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই ইসলামিয়া কলেজটি তখন বেশ নামকরা প্রতিষ্ঠান ছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এখানে ঘুরতে এসেছেন মোহা. আল মুর্শেদ বুলবুল, মোহা. শামিম রেজা ও মোহা. তানভির আলম। একটি বেসরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত বুলবুল কালবেলাকে বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েই বেকার হোস্টেল দেখার আগ্রহ সৃষ্টি হয়েছিল। কলকাতায় এসে ঐতিহাসিক এই বেকার হোস্টেল না দেখলেই নয়। তাই এখানে ছুটে আসা।’

বাংলাদেশের অনেকেই এখন বেকার হোস্টেলে যান বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ পরিদর্শনে। আমাদের জাতির জনকের স্মৃতি জাদুঘর পরিদর্শনে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের অনুমতি লাগে। আগে অনুমতির দরকার না হলেও এখন হাইকমিশনে গিয়ে অনুমতি নিয়ে এখানে আসতে হয়। অনুমতি পাওয়া গেলে রেজিস্ট্রি বইয়ে নাম-ঠিকানা লিপিবদ্ধ করে তৃতীয় তলার সেই জাদুঘরে যাওয়ার অনুমতি মিলে। ২৩ আর ২৪ নম্বর কক্ষের সামনের জায়গাটায় বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে। আশপাশের অন্য জায়গাজুড়ে রয়েছে বঙ্গবন্ধুর অনেক ছবি। বঙ্গবন্ধুর পড়ার টেবিল এবং শোবার খাট দুটোর ওপরই সাদা কাপড় বিছানো। দেখে মনে হবে এখানে এখনো কেউ একজন থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের সহায়তা 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া পটুয়াখালীর ৪ শিক্ষককে বরগুনায় বদলি

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান

ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

ববি ছাত্রদলের তিনটি পদে নির্বাচন শনিবার, লড়বেন ১০ প্রার্থী

১০

মৃত্যুর ফেরেশতা কি প্রাণীদেরও রুহ কবজ করেন? জানুন

১১

মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

১২

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান, সূচি ঘোষণা

১৩

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

১৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

১৫

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে, যা জানা গেল

১৬

বেলজিয়াম / যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস

১৭

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৮

মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

গাজীপুর মহানগর পুলিশে বড় রদবদল

২০
X