মানুষের জীবনে নানা মানুষের সাথে নানাভাবে মিশতে হয়। এ চলার পথে অনেকের সাথে অনেকের বিরোধ হলেও তা আবার পরক্ষণে মিটে যায়। কিন্তু এবার এক বিচিত্র ঘটনা সামনে এসেছে। হাতাহাতির একপর্যায়ে তরুণীর নাক কেটে দিয়েছেন এক নারী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনে তিন নারী একসাথে ঝগড়া করতে করতে প্রবেশ করে। পরে তাদের ঝগড়া রূপ নেয় হাতাহাতিতে। একপর্যায়ে এক নারী ক্ষিপ্ত হয়ে অন্যজনের নাক কেটে দিয়েছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হিন্দুমোটর স্টেশনে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিন নারী পরস্পর ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নারীদের একজন নিজের ব্যাগ থেকে ছুরি বের করে এক তরুণীর কান ও মুখে আঘাত করেন। এতে তরুণীর নাক কেটে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ছাড়া তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পঙ্কজ রায় নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই তিন নারী ট্রেনের সহযাত্রী ছিলেন। তারা শ্রমিকের কাজ করেন। কয়েকদিন ধরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া চলছিল। নিজেদের মধ্যে এর আগেও বিরোধে জড়িয়েছেন ওই নারীরা।
শম্ভু দাস নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, ওভারব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন ওই তিন নারী। তাদের মধ্যে একজন অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার নাক ও কান কেটে যায়।
এ ঘটনায় দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে রেলওয়ে পুলিশ। আহত ওই তরুণী শ্রীরামপুরের বাসিন্দা। আর হামলাকারী নারী কুন্তিঘাটের বাসিন্দা।
মন্তব্য করুন