কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু নিহত

ইসরায়েলি হামলায় গাজার একটি এলাকা থেকে শিশুদের নিয়ে পালাচ্ছেন পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গাজার একটি এলাকা থেকে শিশুদের নিয়ে পালাচ্ছেন পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না কোনো শিশুও। দেশটির হামলায় গত ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু নিহত হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। দেশটির এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক এ প্রতিষ্ঠান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৯২ জন।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও ১৬৯ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট দুই হাজার ৮৬৮ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি

হাদির হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান হাবিবের

‘হাদি ভাই, আমাদের রেখে একা কোথায় চলে যাচ্ছো...’

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

সেই কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত ইইউর

অ্যাশেজ : জিততে ইংল্যান্ডের দরকার ২২৮, অস্ট্রেলিয়ার ৪ উইকেট

সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার

তামার পাত্রে রাখলে বিপদ ডেকে আনতে পারে এই ৩ ধরনের খাবার

বিএনপি প্রার্থীদের নিয়ে আজও তারেক রহমানের মতবিনিময়

ওসমান হাদির স্মরণে দোকানপাট বন্ধ ঘোষণা

১০

ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

১১

কালো জাদু হলে বুঝবেন কীভাবে? ৫ আলামত জানালেন বিশেষজ্ঞ আলেম

১২

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৩

গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকতে পারে না : মির্জা আব্বাস 

১৪

যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা লটারি স্থগিত

১৫

ইমরান খান-বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড, অর্ধকোটির বেশি জরিমানা

১৬

হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস

১৭

দ্রুতগতির ট্রেনের ধাক্কায় নিহত ৭ বন্য হাতি, বগি লাইনচ্যুত

১৮

যথাসময়ে বিপিএল শুরু হবে কি না জানাল বিসিবি

১৯

হাঁচি-কাশি বেশি? চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন যা

২০
X