কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে গাজায় ত্রাণ ও পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

পণ্য সরবরাহ বন্ধ করায় রমজানে গাজা উপত্যকার মানুষ আবারও না খেয়ে থাকার শঙ্কায় পড়েছেন। ছবি : সংগৃহীত
পণ্য সরবরাহ বন্ধ করায় রমজানে গাজা উপত্যকার মানুষ আবারও না খেয়ে থাকার শঙ্কায় পড়েছেন। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের এ প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া হিসেবে কঠোর এই পদক্ষেপ নিয়েছেন।

রোববার (২ মার্চ) সকাল থেকে গাজার দিকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি, যার ফলে উপত্যকায় মানবিক সহায়তার প্রবাহ বন্ধ হয়ে গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপির এক প্রতিবেদন থেকে জানা যায়, এটি গাজার জনসাধারণের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে, বিশেষ করে রমজান মাসে যখন খাবার এবং অন্যান্য জরুরি পণ্যের প্রয়োজনীয়তা বেড়ে যায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে নতুন প্রস্তাব মেনে না নেয়, তবে গাজায় আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এর মাধ্যমে ইসরায়েলি সরকার হামাসকে চাপের মধ্যে রাখতে চায়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং তাদের মতে, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করা হচ্ছে শুধু নির্যাতনের উদ্দেশ্যে, যা যুদ্ধাপরাধ এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা প্রবাহের সুযোগ প্রথম দফার যুদ্ধবিরতির সময়ই ছিল, তবে এই যুদ্ধবিরতির মেয়াদ শনিবার (১ মার্চ) শেষ হয়েছে। এখন, ইসরায়েল এবং হামাসের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং কিছু জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলতে থাকে।

এদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা পবিত্র রমজান এবং ইহুদিদের পাসওভার উৎসব উপলক্ষে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সমর্থন করেছে।

এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের মাধ্যমে এসেছে। প্রস্তাবে হামাসকে তাদের হাতে থাকা জিম্মিদের অর্ধেককে প্রথম দিনেই মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এবং বাকি জিম্মিদের স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে মুক্তি দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে ইসরায়েলি সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সরকার সাময়িকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে মত প্রদান করে, কিন্তু হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফার যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা প্রথম দফার সম্প্রসারণে সম্মতি জানাবে না।

এমন পরিস্থিতিতে, গাজার জনগণের জন্য এই সংকট আরও গভীর হচ্ছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

রাশিয়ার সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে?

ঢাবিতে ফ্রেন্ডশিপ একাডেমির বিশেষ কোর্স চালু

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে : মুরাদ

যারা সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গণতন্ত্রের বন্ধু না : মঈন খান

এনবিআর পৃথকীকরণের খসড়া অধ্যাদেশ বাতিল চান আয়কর কর্মকর্তারা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের স্বপ্ন চূর্ণ হবে : স্বপন

যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম

১০

রিমার্কের ভূয়সী প্রশংসা শিল্প সচিবের

১১

ক্ষমা চেয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

১২

সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না : টুকু

১৩

আরচারি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

১৪

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে : আমিনুল হক

১৫

পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা? যা বললেন বিসিবি সভাপতি

১৭

নোয়াখালীতে যাচ্ছিল অস্ত্রের চালান, জব্দ চট্টগ্রামে

১৮

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসুন : বুলবুল 

১৯

‘পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে’

২০
X