কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে আসাদ অনুসারীদের সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আসাদ সরকারের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরীর আল সামের অভিযানে রাশিয়া পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়েছে। এটিকে চলমান সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য, ৩২ জন সাবেক সরকারের সমর্থক এবং ৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তারতৌস শহরে এই সহিংসতা শুরু হয়েছে। এ অঞ্চলে তীব্র বন্দুকের আওয়াজ শোনা গেছে। ফলে এলাকাটিতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারের বাহিনী প্রায় ৭০ জন সাবেক সরকারের সমর্থক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, অন্যান্য অঞ্চলে যেমন হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গানি আসাদ সমর্থকদের জন্য এক কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, অসংখ্য মানুষ তাদের অস্ত্র ত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে গেছে, আর কিছু লোক ‘হত্যাকারী ও অপরাধীদের’ পক্ষ থেকে লড়াই করতে মরতে চাইছে। তাদের জন্য একটাই পথ - অস্ত্র ত্যাগ করুন, না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে।

সিরিয়ার আলাওই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, আসাদ সরকারের পতনের পর থেকে তাদের সম্প্রদায় হামলা ও সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হোমস ও লাতাকিয়া অঞ্চল।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার আসাদ সরকারের অধীনে তৈরি হওয়া রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আসাদ সরকারের দাবি, তারা কখনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। যদিও অনেক মানবাধিকার সংগঠন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাসায়নিক আক্রমণের অভিযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

১০

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

১১

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

১২

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১৩

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১৪

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

১৫

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

১৬

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

১৭

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

১৯

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

২০
X