শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে আসাদ অনুসারীদের সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আসাদ সরকারের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরীর আল সামের অভিযানে রাশিয়া পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়েছে। এটিকে চলমান সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য, ৩২ জন সাবেক সরকারের সমর্থক এবং ৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তারতৌস শহরে এই সহিংসতা শুরু হয়েছে। এ অঞ্চলে তীব্র বন্দুকের আওয়াজ শোনা গেছে। ফলে এলাকাটিতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারের বাহিনী প্রায় ৭০ জন সাবেক সরকারের সমর্থক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, অন্যান্য অঞ্চলে যেমন হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গানি আসাদ সমর্থকদের জন্য এক কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, অসংখ্য মানুষ তাদের অস্ত্র ত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে গেছে, আর কিছু লোক ‘হত্যাকারী ও অপরাধীদের’ পক্ষ থেকে লড়াই করতে মরতে চাইছে। তাদের জন্য একটাই পথ - অস্ত্র ত্যাগ করুন, না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে।

সিরিয়ার আলাওই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, আসাদ সরকারের পতনের পর থেকে তাদের সম্প্রদায় হামলা ও সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হোমস ও লাতাকিয়া অঞ্চল।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার আসাদ সরকারের অধীনে তৈরি হওয়া রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আসাদ সরকারের দাবি, তারা কখনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। যদিও অনেক মানবাধিকার সংগঠন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাসায়নিক আক্রমণের অভিযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X