কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে আসাদ অনুসারীদের সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আসাদ সরকারের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরীর আল সামের অভিযানে রাশিয়া পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়েছে। এটিকে চলমান সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য, ৩২ জন সাবেক সরকারের সমর্থক এবং ৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তারতৌস শহরে এই সহিংসতা শুরু হয়েছে। এ অঞ্চলে তীব্র বন্দুকের আওয়াজ শোনা গেছে। ফলে এলাকাটিতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারের বাহিনী প্রায় ৭০ জন সাবেক সরকারের সমর্থক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, অন্যান্য অঞ্চলে যেমন হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গানি আসাদ সমর্থকদের জন্য এক কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, অসংখ্য মানুষ তাদের অস্ত্র ত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে গেছে, আর কিছু লোক ‘হত্যাকারী ও অপরাধীদের’ পক্ষ থেকে লড়াই করতে মরতে চাইছে। তাদের জন্য একটাই পথ - অস্ত্র ত্যাগ করুন, না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে।

সিরিয়ার আলাওই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, আসাদ সরকারের পতনের পর থেকে তাদের সম্প্রদায় হামলা ও সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হোমস ও লাতাকিয়া অঞ্চল।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার আসাদ সরকারের অধীনে তৈরি হওয়া রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আসাদ সরকারের দাবি, তারা কখনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। যদিও অনেক মানবাধিকার সংগঠন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাসায়নিক আক্রমণের অভিযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

১০

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১১

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১২

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১৩

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১৪

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১৫

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৬

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৭

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

১৮

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

১৯

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

২০
X