কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বন্দরে বিস্ফোরণ : নেপথ্যে কি ইসরায়েল?

বিস্ফোরণের মুহূর্তে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের মুহূর্তে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল। ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজগান প্রদেশের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাইয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও প্রায় সাড়ে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।

প্রাথমিক তদন্ত বলছে, বন্দরের জেটি এলাকায় সংরক্ষিত রাসায়নিক এবং দাহ্য পদার্থের কন্টেইনারে অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণ ঘটে।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখার আহ্বান জানালেও ঘটনাটির সময়কাল এবং বিস্ফোরণের প্রকৃতি ভিন্ন ধরনের প্রশ্ন উসকে দিয়েছে।

বিস্ফোরণের মুহূর্তে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল। তেহরান ও ওয়াশিংটন উভয়পক্ষই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেছিল। ঠিক তখনই শাহিদ রাজাইয়ে বন্দরে এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনার জন্ম দেয়।

বিশ্লেষকরা বলছেন, এটি নিছক দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হামলার ইঙ্গিতও দিতে পারে। কারণ, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিস্ফোরিত কন্টেইনারগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সংরক্ষিত জ্বালানি ছিল।

অতীতে ইসরায়েল গোপন অভিযান চালিয়ে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনার ক্ষতি সাধন করেছে। ফলে ইসরায়েলকে সন্দেহের তালিকা থেকে সরিয়ে রাখা কঠিন।

যদিও ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়, তবুও বিশ্লেষকরা সতর্কতার সঙ্গে ইসরায়েলের অস্বীকৃতি গ্রহণ করছেন। বিশেষ করে এমন এক সময়ে, যখন ইসরায়েল প্রকাশ্যে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে।

ইসরায়েল মনে করে, ইরান যদি কোনো রকম চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তবে তা ইসরায়েল ও সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বিলুপ্ত না হওয়া পর্যন্ত কোনো সমঝোতাই গ্রহণযোগ্য নয়।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইতোমধ্যে বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে, যার মধ্যে অন্তর্ঘাতের প্রশ্নও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিস্ফোরণ যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, তবে তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সাম্প্রতিক কূটনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে। আর যদি এটি নিছক দুর্ঘটনাই হয়ে থাকে, তবুও এর সময়কাল এবং ফলাফল ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করতেই পারে।

পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, শাহিদ রাজাইয়ে বন্দরের বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে।

সূত্র : বিবিসি, এমএসএন, টাইমস অব ইসরায়েল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

১০

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

১১

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১২

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১৩

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১৪

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৫

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৬

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৭

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৮

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১৯

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

২০
X