কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

বেন গুরিয়ান বিমানবন্দরে আঘাত হেনেছে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
বেন গুরিয়ান বিমানবন্দরে আঘাত হেনেছে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার সকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ হামলায় তেল আবিবের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের প্রধান বিমানবন্দর হিসেবে পরিচিত বেন গুরিয়ান টার্মিনালের কাছে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণে চারজন আহত হয়েছে। এছাড়া আরও দুজন বাংকারে পালানোর সময় আঘাত পেয়েছে।

ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় তেল আবিবের বিমানবন্দরের কাছাকাছি সড়কে আতঙ্কিত গাড়িচালকেরা যানবাহন থামিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। একপর্যায়ে একটি বস্তু আছড়ে পড়ার পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তবে এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পর পরই ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজাতে শোনা যায়। এবং বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাতগুণ জবাব দেব।

অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ইসরায়েলের বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। আমাদের হামলা চলবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয়।

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরে গাজায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যদিও সাধারণত এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়।

সম্প্রতি হুথিরা লোহিত সাগরেও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা বাড়িয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

এই সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও অস্থিরতাকে আরও ঘনীভূত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও’

হাসনাতের ওপর হামলা নিয়ে ছাত্রদল সেক্রেটারির স্ট্যাটাস

প্রিসিশন মেডিসিন : চিকিৎসার নতুন যুগের দ্বারপ্রান্তে

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কাকনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

হাসনাতের গাড়িতে হামলা, প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৌশলী সেলিম

ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত দেওয়ালেন বিএনপি নেতা

অসহায় কৃষাণীর ধান কেটে দিলেন কৃষক দলের কর্মীরা

এখন দরকার ঐক্য ও সমঝোতার রাজনীতি : রাষ্ট্র সংস্কার আন্দোলন

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

১০

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন-নিষ্পত্তি অনলাইনে

১১

বসতঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীন স্থাপনা

১২

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে লায়ন ফারুকের শোক

১৩

চট্টগ্রামের যানজট নিরসনে সাগরিকায় আধুনিক বাস টার্মিনাল : চসিক মেয়র

১৪

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে : শফিকুর রহমান

১৫

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

১৬

স্ত্রীর নাক কেন এত সুন্দর, রাগে কামড়ে দিলেন স্বামী

১৭

সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যখাতকে এগিয়ে নিচ্ছেন চিকিৎসকরা

১৮

বিএনপি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন মন্ত্রী মোজাম্মেল

১৯

আয়কর রিটার্ন যারা জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ

২০
X